Midnapore: সোনার মেয়ে তমলুকের অনন্যা, থাইল্যান্ডে মেদিনীপুরের মুখ উজ্জ্বল

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
পূর্ব মেদিনীপুরের (Midnapore) নতুন সোনার মেয়ে তমলুকের অনন্যা প্রামানিক। থাইল্যান্ডে আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতায় এবার সোনার পদক জয় করেছে সপ্তম শ্রেণি এই ছাত্রী। আন্তর্জাতিক স্তরে ফের উজ্জ্বল অবিভক্ত মেদিনীপুরের নাম।

তমলুক শহরের ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনন্যা, রাজকুমারী শান্তনাময়ী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। পড়াশোনার পাশাপাশি যোগাসনই তার প্রধান পছন্দের বিষয়। থাইল্যান্ডের পাটায়াতে ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতার অংশ নিয়েছিল সে। সেখানেই মেয়েদের অনূর্ধ্ব ১৩ থেকে ১৫ বছর বয়সের যোগাসনে ট্রাডিশনাল প্রতিযোগিতায় সোনার পদক ছিনিয়ে নিয়েছে তমলুকের মেয়ে।

২০২১ সাল থেকে যোগা প্রশিক্ষণ শুরু করেছে অনন্যা। এর আগে রাজ্য ও জাতীয় স্তরে একাধিক প্রতিযোগিতায় সফল হয়েছে সে। কিন্তু তার আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ এই প্রথম। এই প্রতিযোগিতায় জার্মানি, শ্রীলঙ্কা, থাইল্যান্ড সহ একাধিক দেশের প্রতিযোগীরা অংশ নিয়েছিল। তাদের হারিয়ে নিজের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতাতেই সাফল্য পেল অনন্যা৷ নিজের এই সাফল্যের জন্য প্রশিক্ষক সৌমেন সাঁতরা ও নিখিল ঘোড়াইকে ধন্যবাদ জানিয়েছে অনন্যা। তার স্বপ্ন কোনও একদিন দেশের হয়ে অলিম্পিকে সফল হওয়া। অনন্যার সাফল্যে খুশি জেলার ক্রীড়ামহল।