Midnapore Tab Scam: ঘাটালের স্কুল পড়ুয়ারা স্ক্যামের শিকার, উধাও ট্যাবের টাকা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Midnapore Tab Scam: ফের ট্যাব স্ক্যামের (Tab Scam) ঘটনা! এবার ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের (Paschim Midnapore) ঘাটাল (Ghatal)। ঘাটালের (Ghatal) খড়ার শ্রী অরবিন্দ বিদ্যামন্দির স্কুলের ২২ জন পড়ুয়ার অভিযোগ, ট্যাবের টাকা পাঠানো হলেও তাঁদের অ্যাকাউন্টে বরাদ্দ টাকা আসেনি। পরিবর্তে অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে সেই টাকা। ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষ সাইবার থানায় এবং জেলার স্কুল পরিদর্শক (ডিআই) অফিসে অভিযোগ দায়ের করেছেন। অনুমান, পড়ুয়াদের অ্যাকাউন্ট হ্যাক করে হাতিয়ে নেওয়া হয়েছে ট্যাবের জন্য প্রদত্ত অর্থ।

জানা গিয়েছে, ঘাটালের খড়ার শ্রী অরবিন্দ বিদ্যামন্দির স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির মোট ২৫৯ জন পড়ুয়া ট্যাবের টাকার জন্য সংশ্লিষ্ট পোর্টালে আবেদন করেছিল। কিন্তু ২২ পড়ুয়া টাকা পায়নি। খোঁজ নিয়ে জানা যায়, তাদের টাকা উত্তর দিনাজপুর, মালদহ, শিলিগুড়ির কয়েক জনের অ্যাকাউন্টে চলে গিয়েছে। টাকা তুলেও নেওয়া হয়েছে। অনুমান করা হয়েছে, পড়ুয়াদের অ্যাকাউন্ট হ্যাক করে এই ঘটনা ঘটিয়েছে প্রতারকেরা৷ সতর্কতা স্বরূপ, স্কুলের ২৪ জন পড়ুয়ার ট্যাবের টাকা হোল্ড করে দেওয়া হয়েছে।

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে রাজ্যের স্কুল পড়ুয়াদের ট্যাব কিনতে ১০ হাজার টাকা করে দেয় রাজ্য সরকার। বিগত কয়েকদিন ধরেই সেই টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাওয়ার ঘটনায় উত্তাল রাজ্য। কলকাতা সহ একাধিক জেলায় পড়ুয়াদের অ্যাকাউন্ট থেকে গায়েব হয়েছে টাকা। ইতিমধ্যে তদন্তে নেমে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। সাইবার প্রতারণা এই জাল এই রাজ্য ছাড়িয়ে ভিন্ন রাজ্য পর্যন্ত বিস্তৃত বলে সন্দেহ করা হচ্ছে। সমস্যা সমাধানে তৎপর হয়েছে শিক্ষা দফতর।