Midnapore: ছটপুজোয় মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা, যোগ দিলেন কংসাবতী নদীর ঘাটের উদযাপনে

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Midnapore: মেদিনীপুরে ছটপুজো উদযাপনে যোগ দিলেন আসন্ন উপ-নির্বাচনে (By Election 2024) মেদিনীপুরের (Midnapore) তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা (Sujay Hazra)। এইদিন সকালে ডিএভি স্কুলের কাছে কংসাবতী নদীর ঘাটে ছটপূজার অনুষ্ঠানে অংশ নেন এবং উপাসনারতদের সঙ্গে প্রার্থনা করেন তিনি। ছটপুজো উদযাপনে বহু মানুষের সমাগম হয়েছিল কংসাবতী নদীর ঘাটে। তাঁদের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনাও করেন তৃণমূলের জেলা সভাপতি।

ছটপুজো প্রধানতঃ বিহার ও উত্তরপ্রদেশের হিন্দিভাষী মানুষদের উৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের তরফে ছটপুজো উপলক্ষে ছুটি বলবৎ করেছেন। আসন্ন মেদিনীপুরের উপ-নির্বাচন। তার আগে মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরাকে দেখা গেল ছটপুজোর অনুষ্ঠানে যোগ দিতে। রীতি মেনে অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি উপস্থিত ভক্তদের সঙ্গে আলাপচারিতাও সারেন তিনি। বাসিন্দাদের সঙ্গে এলাকার সমস্যাগুলি নিয়ে আলোচনা করেন সুজয়। সেই সঙ্গে অঞ্চলের উন্নয়নের বিষয়ে তৃণমূল কংগ্রেসের দৃষ্টিভঙ্গিও তাঁদের সঙ্গে ভাগ করে নেন প্রার্থী।

আসন্ন উপ-নির্বাচনে মেদিনীপুর আসনে তৃণমূলের প্রার্থী কে হবেন তা নিয়ে অনেক আগে থেকেই শুরু হয়েছিল জল্পনা। রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা প্রার্থী হতে চলেছেন শাসক দলের তরফে। যদিও তা নিয়ে কোনও নিশ্চিত ঘোষণা তখনও হয়নি। কিন্তু মেদিনীপুরে দুর্গাপূজার কার্নিভালে উপস্থিত ছিলেন না তৃণমূল নেতা। পরে তিনি জানান, ঐদিন কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজয়ার প্রণাম করে আশীর্বাদ নিতে গিয়েছিলেন। তারপরেই রাজনৈতিক মহলের গুঞ্জন সঠিক প্রমাণ করে তৃণমূলের তরফে উপ-নির্বাচনে মেদিনীপুর বিধানসভা আসনের প্রার্থী হিসাবে সুজয় হাজরার নাম ঘোষিত হয়।