Midnapore: ডাইভিং চ‍্যাম্পিয়নশিপে পুরস্কার ছিনিয়ে নিলো মেদিনীপুরের ছাত্রী

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

ক্রীড়া ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলো মেদিনীপুরের(Midnapore) দুই ছাত্রী। মেদিনীপুর(Midnapore) বিদ্যাসাগর শিশু নিকেতনের দুই ছাত্রী ভিন রাজ্যের জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করে ছিনিয়ে নিয়েছে পুরস্কার।

বিদ্যাসাগর শিশু নিকেতনের(Vidyasagar Shishu Niketan) তরফে গর্বের সঙ্গে ঘোষনা করে জানানো হয়েছে, ওই স্কুলের ছাত্রী আয়ুশি খাজাঞ্চি এবং অরিজিতা মন্ডল CISCE আঞ্চলিক ডাইভিং চ্যাম্পিয়নশিপে (Diving Championship) মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করেছে। তাদের এই উল্লেখযোগ্য সাফল্যে বিদ্যাসাগর শিশু নিকেতন কর্তৃপক্ষ যথেষ্ট খুশি।

আরও পড়ুনঃ স্কুলের মধ্যেই সবার সামনে চলছে যৌ*নতা

বিদ্যালয়ের পক্ষ থেকে ইতিমধ্যেই বিবৃতি দিয়ে জানানো হয়েছে, CISCE আঞ্চলিক ডাইভিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে বেঙ্গালুরুতে। সেখানে জাতীয় পর্যায়ের অর্থাৎ ন্যাশনাল লেভেলের চ্যাম্পিয়নশিপে সাফল্যের সঙ্গে যোগ্যতা অর্জন করেছে শিশু নিকেতনের দুই ছাত্রী। আয়ুশি খাজাঞ্চি ৩ মিটার স্প্রিংবোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছে এবং ১ মিটার স্প্রিংবোর্ড ইভেন্টে দ্বিতীয় স্থান ছিনিয়ে নিয়েছে।

ঠিক একইভাবে বিদ্যাসাগর শিশু নিকেতনের আরেক ছাত্রী অরিজিতা মণ্ডল ১ মিটার স্প্রিংবোর্ড ইভেন্টে দ্বিতীয় স্থান অধিকার করেছে। ফলে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ন্যাশনাল লেভেলের এই ডাইভিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় মেদিনীপুর(Midnapore) বিদ্যাসাগর শিশু নিকেতনের দুই ছাত্রীর উল্লেখযোগ্য সাফল্যে বিদ্যালয় কর্তৃপক্ষ গর্বিত এবং আনন্দিত। বিদ্যালয় কর্তৃপক্ষ এই খবরটি সকলকে আনন্দের সঙ্গে শেয়ার করেছে এবং আগামী দিনে ওই স্কুলের আরো অন্যান্য ছাত্রীরা যাতে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে গিয়ে সাফল্য অর্জন করতে পারে, সেই আশাও করা হয়েছে।