Midnapore: ডাক্তারদের সুরক্ষাই লক্ষ্য, জেলা পুলিশের প্রশিক্ষণ নিরাপত্তাকর্মীদের

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
মেদিনীপুরে (Midnapore) চারদিন ব্যাপি প্রশিক্ষণ শিবির পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলা পুলিশের। কর্মরত চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতেই জেলা পুলিশের এই উদ্যোগ। বিভিন্ন হাসপাতালে সুরক্ষা প্রদানকারী বিভিন্ন দফতরের কর্মীদের মধ্যে সমন্বয় গড়ে তুলতে ও হাসপাতালগুলির সুরক্ষা আরও দৃঢ় করতেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে মেদিনীপুরে এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। চলবে চারদিন ধরে। সকল সাবডিভিশনাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল, মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত সুরক্ষা কর্মী ও সুরক্ষা সম্পর্কিত দপ্তরের কর্মীদের হাসপাতাল সম্পর্কিত সুরক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এই শিবিরে। বুধবার শিবিরের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন হাসপাতালের সুরক্ষা প্রদানকারী কর্মীবৃন্দ, নিরাপত্তাকর্মী, পুলিশ কর্মী, দমকল দপ্তরের কর্মী, স্বাস্থ্য দপ্তরের কর্মী, মেডিক্যাল অফিসার, স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী বিভাগের কর্মী, প্রখ্যাত মনস্তত্ত্ববিদ প্রমুখরা।

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরতা অবস্থায় তরুণী জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও হত্যার পর থেকে উত্তাল হয়েছে রাজ্য। দিকে দিকে আন্দোলনে নেমেছেন মহিলারা। বিভিন্ন দাবি নিয়ে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকেরা। বিভিন ক্ষেত্রে প্রশ্ন উঠেছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও মহিলাদের সুরক্ষা নিয়ে। কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকারের ভূমিকা। আরজি করের ঘটনার পরেও বিভিন্ন জায়গায় কর্মরত অবস্থায় আক্রান্ত হয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। মহিলা চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা পেয়েছেন “আরজি কর কান্ড ঘটানোর” হুমকি। এই পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর রাজ্য সরকার তথা পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন।