Midnapore: নেই শীতবস্ত্র, শিশুদের পোষাক পড়ালেন খোদ মহকুমা শাসক

Published On:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Midnapore: শীতের সকালে ভালো শীতবস্ত্র নেই দুই শিশুর। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বসে শীতে কাঁপছে তারা৷ এমন দৃশ্য দেখে উদ্যোগী হলেন মেদিনীপুর (Midnapore) সদরের মহকুমা শাসক মধুমিতা মুখার্জি। দোকান খুলিয়ে পোষাক কিনে আনলেন তিনি। তারপর নিজের হাতে তা পড়িয়ে দিলেন শিশু দু’টিকে। বৃহস্পতিবার সকালে এমনই ঘটনার সাক্ষী থাকলো মেদিনীপুর (Midnapore)।

বৃহস্পতিবার সকালে মেদিনীপুর সদরের শেখপুরা এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে আসেন মেদিনীপুর সদরের মহকুমা শাসক মধুমিতা মুখার্জি। সেখানে জিনিসপত্রের দাম, হিসাব, গুণমান ইত্যাদি খতিয়ে দেখছিলেন তিনি৷ সেই সময়েই তাঁর নজরে আসে সেখানে উপস্থিত দুটি শিশুর পর্যাপ্ত শীতবস্ত্র নেই। শীতে কাঁপছে তারা। তা দেখে দিদিমণিদের তাদের উপর নজর রাখতে বলে গাড়ি নিয়ে বের হয়ে পড়েন মহকুমা শাসক। অত সকালে মেদিনীপুরে তখনও দোকান বিশেষ খোলেনি। তারই মাঝে একটি দোকানের মালিককে পেয়ে তাঁকে দোকান খুলতে অনুরোধ করেন তিনি দোকান খুললে শীতবস্ত্র কিনে ফের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ফিরে আসেন মহকুমা শাসক। নিজের হাতে তাদের পোষাক পড়িয়ে দেন। বেশ কিছুক্ষণ গল্পও করেন শিশুদের সঙ্গে।

মহকুমা শাসকের এই ঘটনাটি নজরে আসে স্থানীয়দের৷ তাঁরা ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। মহকুমা শাসকের এই মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সকলে। এইদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছাড়াও এলাকার প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন তিনি।