Midnapore: স্ক্রাব টাইফাসে মৃত্যু কিশোরীর, আতঙ্ক মেদিনীপুরে

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

মেদিনীপুরে (Midnapore) স্ক্রাব টাইফাসের (Scrub Typhus) আতঙ্ক! ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল নবম শ্রেণির ছাত্রী এক কিশোরীর। মেদিনীপুর সদরের গুড়গুড়িপাল থানা এলাকার বাসিন্দা ঐ কিশোরী মৌপ্রিয়া বেরা (১৫) চাঁদড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী বলে জানা গিয়েছে।

স্ক্রাব টাইফাসের থাবায় পশ্চিম মেদিনীপুরে মৃত্যু হয়েছে মৌপ্রিয়া বেরা নামে কিশোরীর। আদতে ঝাড়গ্রাম জেলার বল্লা গ্রামের বাসিন্দা হলেও ঐ কিশোরী গড়গুড়িপাল থানা এলাকার এল্যাবনি গ্রামে মামার বাড়িতে থেকে পড়াশোনা করতো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৫ আগস্ট তার জ্বর আসে। স্থানীয় গ্রাম চিকিৎসক চিকিৎসা করার পরেও তিনদিন ধরে তার জ্বর ভালো হয়নি। পরে অন্য এক চিকিৎসককে দেখানো হলে তিনি রক্ত পরীক্ষা করার নির্দেশ দেন।

রক্ত পরীক্ষায় মৌপ্রিয়ার জন্ডিস ধরা পড়েছিল। সেই মতো চলছিল চিকিৎসাও। কিন্তু পরের দিন বমি শুরু হলে চিকিৎসক ফের ওষুধ দেন। কিন্তু মঙ্গলবার কিশোরীর ফের জ্বর আসে। এরপর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই চিকিৎসারত অবস্থায় বুধবার বিকালে মৌপ্রিয়ার মৃত্যু হয়। তার মৃত্যুর শংসাপত্রে স্ক্রাব টাইফাসের উল্লেখ রয়েছে।

প্রধানত মাইট নামে এক পোকার কামড়ে পরজীবী দ্বারা আক্রান্ত হয় রোগী। জ্বর, বমি, পেট ব্যথা প্রভৃতি উপসর্গ দেখা যায়। কামড়ের জায়গায় কালো দাগের সৃষ্টি হয়। গ্রাম বাংলায় জঙ্গল ও চাষের জমিতে এই পোকা দেখা যায়। রক্ত পরীক্ষায় এই রোগ নির্ণয় সম্ভব। কিন্তু উপযুক্ত সময়ে চিকিৎসা না হলে এই রোগ প্রাণঘাতী হয়ে ওঠে। ঐ কিশোরী বাড়িতে পোকা কামড়ানোর কথা জানায়নি বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় এই প্রথম স্ক্রাব টাইফাসে আক্রান্ত কোনও রোগীর মৃত্যু হল বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী।