Midnapore Saraswati Puja: থিম মহাভারত, সরস্বতী পুজোয় জমজমাট মেদিনীপুর

Published On:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Midnapore Saraswati Puja: সরস্বতী পুজোতেও থিমের সমারোহ। মেদিনীপুরে মহাভারতের কাহিনী। সৌজন্যে মেদিনীপুর শহরের (Midnapore) পাটনা বাজারের স্টুডেন্ট ক্লাব। সরস্বতী পুজোর (Saraswati Puja) ৫৭ তম বর্ষে এই বছর তাদের থিম কুরুক্ষেত্র। বাজেট প্রায় ৮ লক্ষ টাকা। মণ্ডপ জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে মহাভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলী।

মেদিনীপুরের পাটনা বাজারের স্টুডেন্ট ক্লাবের মণ্ডপে উদ্ভাসিত মহাভারতের বিভিন্ন ঘটনা। শকুনির পাশা খেলা, দ্রৌপদীর বস্ত্রহরণ। ফুটে উঠেছে কৌরব ও পাণ্ডবদের সিংহাসন দখলের লড়াই, প্রতিহিংসা, ক্রোধ-লোভের যুদ্ধের বর্ণনা। শুধু তাই নয়। যুদ্ধ শেষে রয়েছেন শ্রীকৃষ্ণ। তিনি বুঝিয়েছেন কুরুক্ষেত্রের যুদ্ধের মাহাত্ম্য। মন্ডপে বিভিন্ন মডেলের পাশাপাশি অডিও ভিস্যুয়াল মাধ্যমে দেওয়া হয়েছে বিভিন্ন বর্ণনা।

Midnapore Saraswati Puja: থিম মহাভারত, সরস্বতী পুজোয় জমজমাট মেদিনীপুর

মহাভারতের চিত্র

Midnapore Saraswati Puja: থিম মহাভারত, সরস্বতী পুজোয় জমজমাট মেদিনীপুর

স্টুডেন্ট ক্লাবের উদ্যোক্তারা জানিয়েছেন, প্রতি বছরই বিভিন্ন অভিনবত্ব থাকে তাঁদের সরস্বতী পুজোর থিমে। এই বছর সেই থিম মহাভারত আশ্রিত। মেদিনীপুরবাসীকে আনন্দ দিতেই তাঁদের এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা।