চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Midnapore Saline: স্যালাইন নিয়ে আতঙ্ক মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে (Midnapore Medical College)। মাতৃমা বিভাগে সিজারের পরে প্রসূতিদের গুরুতর অসুস্থ হয়ে পড়া ও এক রোগিনীর মৃত্যুর পর অভিযোগ উঠেছে স্যালাইনকে (Midnapore Saline) কেন্দ্র করে। ইতিমধ্যে তা নিয়ে গঠিত হয়েছে তদন্ত কমিটি। তারপর থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে (Midnapore Medical College) রোগীদের জন্য বাইরে থেকে নিজ খরচে স্যালাইন কিনে আনছেন পরিজনেরা। তা ব্যবহার করা হচ্ছে চিকিৎসায়।
স্যালাইন নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরেই রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর নির্দেশ দিয়েছে নির্দিষ্ট একটি সংস্থার ‘রিঙ্গার ল্যাকটেট’ রোগীদের চিকিৎসায় ব্যবহার করা যাবে না। বর্তমানে মেদিনীপুর মেডিকেলে রোগীদের জন্য স্যালাইন নিজ খরচে বাইরে থেকে কিনে আনছেন পরিজনেরা। পরিজনদের একাংশের বক্তব্য মেডিকেল কলেজের চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালের স্যালাইন তাঁরা দিতে পারেন কিন্তু কোনও সমস্যা হলে তাঁরা দায়ী থাকবেন না এই সংক্রান্ত মুচলেকা দিতে হবে, অন্যথা বাইরে থেকে কিনে আনতে হবে স্যালাইন। রবিবার মেদিনীপুর মেডিকেল কলেজ পরিদর্শন করেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। তিনিও জানিয়েছেন, আপাতত রোগীদের স্যালাইন কিনে দিতে হচ্ছে। তবে অবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে। পুরো বিষয়টি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন বলেও জানিয়েছেন সাংসদ জুন।
মেদিনীপুর মেডিকেল কলেজ
মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে বুধবার রাতে সিজারের পর বৃহস্পতিবার সকাল থেকে ৫ জন সিজার রোগিনী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মেডিকেল কলেজের সিসিইউ বিভাগে স্থানান্তরিত করা হয়। ভেন্টিলেশনে দেওয়া হয় ৩ জনকে। কিন্তু শুক্রবার সকালে মামণি রুইদাস (২৪) নামে এক প্রসূতির মৃত্যু হয়। বুধবার এক পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। রোগিনীর পরিজনদের অভিযোগ, ভুল বা মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার ফলেই রোগিনীরা অসুস্থ হয়ে পড়েন। তার ফলেই মৃত্যু৷ ঘটনার প্রেক্ষিতে উত্তেজনা তৈরি হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্ত্বরে। মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। এখনও তিন জনের অবস্থা সঙ্কটজনক। প্রসূতিদের যে স্যালাইন এবং ওষুধ দেওয়া হয়েছিল, তার নমুনা পরীক্ষা করছে ড্রাগ কন্ট্রোল বিভাগ। ঘটনার তদন্তে স্বাস্থ্য দফতর কর্তৃক গঠিত তদন্ত কমিটি শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজে আসে। রবিবার রাতে অসুস্থ তিন রোগিনী মাম্পি সিংহ (২৩), নাসরিন খাতুন (১৯) এবং মিনারা বিবি (৩১) কে মেদিনীপুর মেডিকেল কলেজের আইসিইউ থেকে তিনটি অ্যাম্বুল্যান্সে গ্রিন করিডর করে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।