Midnapore Saline CID: তদন্তে সিআইডি, টানা ৬ ঘন্টা জেরার মুখে মেদিনীপুর মেডিকেলের সুপার থেকে চিকিৎসক সকলে

Published On:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Midnapore Saline CID: মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্যালাইন কান্ডে (Midnapore Saline) তদন্তে নামলো সিআইডি (CID)। মঙ্গলবার দুপুরে মেদিনীপুর মেডিকেল কলেজে (Midnapore Medical College) আসেন তদন্তকারীদের একটি দল। দুপুর থেকে সন্ধ্যা অব্দি টানা প্রায় ৬ ঘন্টা ধরে তাঁরা জেরা করেন মেডিকেল কলেজের (Midnapore Medical College) চিকিৎসক থেকে সুপার সকলকে। তাঁদের জেরার মুখে পড়েন ঘটনার দিন দায়িত্বে থাকা পিজিটি, নার্স, চিকিৎসক এবং সুপার ডাঃ জয়ন্তকুমার রাউত প্রমুখরা। যদিও এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে রাজি হননি হাসপাতালের কেউ।

মঙ্গলবার দুপুর ১টা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজে আসেন সিআইডি-র তদন্তকারীরা৷ মেডিকেল কলেজের সুপারের অফিসে গিয়ে সুপার ডাঃ জয়ন্তকুমার রাউতকে জেরা করেন তাঁরা৷ তদন্তকারীদের দল পৃথক ভাবে মেডিকেল কলেজের সিনিয়র চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, নার্সদের জেরা করে। ঐ দিন ব্যবহার করা ঔষধ, স্যালাইন, ইনজেকশন প্রভৃতি সংগ্রহ করা হয় বলেও জানা গিয়েছে। সংগ্রহ করা হয়েছে নথিপত্রও। জিজ্ঞাসাবাদ চলে সন্ধ্যা পর্যন্ত।

মেদিনীপুর মেডিক্যাল কলেজে সিজারের পরেই অসুস্থ হয়ে পড়েন ৫ জন মহিলা। তাঁদের মধ্যে ১ জনের মৃত্যু হয়। ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় গ্রিন করিডর করে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনায় রিঙ্গার্স ল্যাকটেট (আরএল) স্যালাইনের গুণমান নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনায় ১৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য দফতর। তাঁরা ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজ ঘুরে গিয়েছেন। বৈঠক করেছেন মেডিকেল কলেজের সুপার, অধ্যক্ষ, নার্স, চিকিৎসকদের সঙ্গে। সংগ্রহ করা হয়েছে ঔষধ, স্যালাইন, অ্যানাস্থেশিয়া প্রভৃতির নমুনা। সোমবার তদন্তের প্রাথমিক রিপোর্ট পেশ করে এই তদন্ত কমিটি। তারপরেই সাংবাদিক বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। তিনি ঘটনায় সিআইডি তদন্তের ঘোষণা করেন।