Midnapore Saline: মৃতা প্রসূতির শিশু অসুস্থ, ভর্তি মেদিনীপুর মেডিকেলে

Published On:

Midnapore Saline: মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃতা প্রসূতির শিশু অসুস্থ! সেই সঙ্গে অসুস্থ হয়ে পড়েছে অপর এক অসুস্থ প্রসূতির শিশুও। দুই শিশুই এখন ভর্তি মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে (Midnapore Medical College)। মেদিনীপুর মেডিক্যাল কলেজে (Midnapore Medical College) দুই শিশুর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। যদিও শিশু দুটির পরিজনদের দাবি, মাতৃদুগ্ধ না পাওয়ায় অসুস্থ হয়ে পড়েছে শিশু দু’টি।

মেদিনীপুর মেডিক্যাল কলেজে সিজারের পরেই অসুস্থ হয়ে পড়েন ৫ জন মহিলা। তাঁদের মধ্যে ১ জনের মৃত্যু হয়। মৃতার নাম মামণি রুইদাস। ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় গ্রিন করিডর করে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। অপর এক প্রসূতি রেখা সাউয়ের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তিনি মেদিনীপুর মেডিকেল কলেজের জেনারেল বেডে চিকিৎসারত। ঘটনায় রিঙ্গার্স ল্যাকটেট (আরএল) স্যালাইনের গুণমান নিয়ে প্রশ্ন উঠেছে। চলছে তদন্ত। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়ে মামণি ও রেখার সন্তান। সোমবার তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, রেখার সন্তান রয়েছে এনআইসিইউ বিভাগে।

অন্যদিকে মামণি রুইদাসের পরিজনদের তরফে জানা গিয়েছে, মামণির মৃত্যুর পরে তাঁর শিশুকে বাড়িতে নিয়ে গিয়েছিলেন তাঁরা। হঠাৎ করে রবিবার রাত থেকে অসুস্থ হয়ে পড়ে শিশুটি। মাতৃদুগ্ধের পরিবর্তে বাইরের খাবার দেওয়া হচ্ছিল শিশুটিকে। মাতৃদুগ্ধের অভাবেই শিশুটি অসুস্থ হয়ে পড়েছে বলে দাবি তাঁদের। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরফে জানা গিয়েছে, শিশুদের রক্ত পরীক্ষা করা হয়েছে। মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা চলছে তাদের।