Midnapore: মেদিনীপুরে রাস্তা বন্ধ, কোন রাস্তায় যাবেন জেনে নিন

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

মেদিনীপুর (Midnapore) শহরের কেরানিচটি থেকে এলআইসি’র মোড় অবধি রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। এইজন্য আগামী ১ মাস মেদিনীপুর (Midnapore) শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। জেলা প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে কোন কোন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে তা জানানো হয়েছে।

শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাস্তার সংস্কার ও সম্প্রসারণের কাজের জন্য আগামী ২০ আগস্ট, ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত কেরানিচটি থেকে ওল্ড এলআইসি’র মোড় পর্যন্ত যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু নিয়ন্ত্রণ নির্ধারিত হয়েছে এবং বিকল্প রাস্তা নির্ধারণ করা হয়েছে।
যে রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে সেগুলি হল-
১. বাস, ট্রাক ও অন্যান্য বড় যানবাহনগুলি কেরানিচটি থেকে মেদিনীপুর শহরে আসতে কুইকোটা কালী মন্দির থেকে হেলিপ্যাড রোড ব্যবহার করবে।
২. অটো, ই-রিক্সা প্রভৃতি ছোটগাড়ি ও দু’চাকার বাহনগুলি কেরানিচটি থেকে গীর্জার মোড় পর্যন্ত আসবে৷ কিন্তু তার পরে ডানদিকে বিদ্যাসাগর শিশু নিকেতনের সামনের রাস্তা ব্যবহার করে মেদিনীপুর শহরে প্রবেশ করবে।

কেরানিচটি থেকে এলআইসি’র মোড় অবধি রাস্তা সম্প্রসারণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী এক মাস শহরে যানবাহন নিয়ন্ত্রিত হবে। সাময়িক ভাবে এর কারণে সমস্যায় পড়তে চলেছেন শহরবাসী ও শহরে আগত মানুষজন। কিন্তু রাস্তা সম্প্রসারণের কাজ সম্পূর্ণ হলে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে উপকৃত হবেন সাধারণ মানুষজন।