Midnapore: আরজি করের বিচার চেয়ে খড়গপুরের পথে বৃহন্নলারা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

আরজি কর কাণ্ডের (RG Kar Case) বিচার চেয়ে মেদিনীপুরের (Midnapore) পথে এবার বৃহন্নলারাও। বৃহস্পতিবার দুপুরে তিলোত্তমার সুবিচারের দাবিতে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর (Kharagpur) শহরের খরিদা থেকে মালঞ্চ পর্যন্ত প্রতিবাদ মিছিল করলেন বৃহন্নলারা। মিছিল থেকে ধ্বনিত হল ‘Justice’ এর দাবি।

৯ আগস্ট সকাল! আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার রুম থেকে উদ্ধার হয় কর্তব্যরত মহিলা পিজি ট্রেনি চিকিৎসকের রক্তাক্ত মৃতদেহ। ক্রমে জানা যায় ধর্ষণের পর নৃশংস ভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাঁকে। তারপর থেকেই বিচারের দাবিতে উত্তাল রাজ্য সহ গোটা দেশ। রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজগুলিতে কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা। আরজি মামলার তদন্ত ভার এখন সিবিআই এর হাতে। মামলা পর্যবেক্ষণ করছে সুপ্রিম কোর্ট। ধরা পড়েছে একজন সিভিক ভলেন্টিয়ার। কিন্তু এখনও অনেক রহস্য ধোঁয়াশা আবৃত। তিলোত্তমার হয়ে Justice এর দাবিতে পথে নেমেছেন চিকিৎসক থেকে সাধারণ মানুষ, অভিনেতা, শিল্পী, এমনকি গ্রাম মফঃস্বলের স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরাও। এবার খড়গপুরে বিচার চেয়ে পথে নামলেন বৃহন্নলারা।

বৃহস্পতিবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের খরিদা থেকে মালঞ্চ পর্যন্ত প্রতিবাদ মিছিল করে বৃহন্নলা গোষ্ঠী। “নাটক ছেড়ে বিচার করো, আর জি করের মাথা ধরো” ব্যানার হাতে নিয়ে ন্যায় বিচারের দাবি জানান তাঁরা। সাম্প্রতিক সময়ে মহিলাদের উপর যৌন নির্যাতনের বহু ঘটনা ঘটেছে ও ঘটে চলেছে। আরজি কর কাণ্ডে সাধারণ মানুষের ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে বলেই জানাচ্ছেন সমাজতত্ত্ববিদরা।