Midnapore Recruitment: পশ্চিম মেদিনীপুরে (Paschim Midnapore) নতুন নিয়োগ! নিয়োগ (Recruitment) হবে কেশপুরে খাসবাড় সুসংহত সাঁওতালি মাধ্যম স্কুলে। মোট ৬টি পদে নিয়োগের জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কেশপুর বিডিও অফিসের তরফে। নীচে দেখে নিন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।
কর্মস্থল– কেশপুরে ঝেঁতলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাসবাড় সুসংহত সাঁওতালি মাধ্যম স্কুলের হোস্টেল।
পদ ও শূন্যপদ :
ছেলেদের হোস্টেলে-
১. সুপারিন্টেন্ডেন্ট- ১টি
২. রাঁধুনি- ১টি
৩. হেলপার- ১টি
ছাত্রীদের হোস্টেল-
১. সুপারিন্টেনডেন্ট- ১টি (কেবলমাত্র মহিলা প্রার্থী)
২. রাঁধুনি- ১টি
৩. হেলপার- ১টি
বেতন : সুপারিন্টেনডেন্ট পদের জন্য মাসিক ১০ হাজার টাকা, রাধুনি পদের জন্য মাসিক ৭ হাজার টাকা ও হেলপার পদের জন্য মাসিক ৫ হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা : সুপারিন্টেনডেন্ট পদের জন্য কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, রাঁধুনি ও হেলপার পদের জন্য নূন্যতম অষ্টম শ্রেণি উত্তীর্ণ। প্রার্থীদের বাসস্থান কেশপুর পার্শ্ববর্তী হওয়া প্রয়োজন।
বয়স: ০১.১২.২০২৪ তারিখের হিসাবে সাধারণ প্রার্থীদের বয়স ২৪ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
নিয়োগ পদ্ধতি- তিনটি পদের জন্যই আলাদা আলাদা ভাবে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রস্তুত হবে। তপশিলি উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
আবেদনের উপায়- আবেদনপত্র কেশপুর ব্লকের অফিসিয়াল পোর্টাল বা কেশপুর ব্লক অফিস থেকে সরাসরি সংগ্রহ করা যাবে। আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করে উপযুক্ত তথ্যের প্রতিলিপি সহ কেশপুর ব্লক অফিসের নির্দিষ্ট কাউন্টারে জমা দিতে হবে। পরীক্ষার দিন ও সময় সংক্রান্ত তথ্য ও অ্যাডমিট কার্ড প্রার্থীরা ডাক যোগে পাবেন।
আবেদন পত্র জমা দেওয়ার সময়সীমা- ২৯/১১/২০২৪ থেকে ০৯/১২/২০২৪ বিকাল ৪টে। কেবলমাত্র সরকারি কাজের দিনগুলি।