চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
Midnapore Puja: জঙ্গলমহলের এক সময় আতঙ্কের নাম ছিল পশ্চিম মেদিনীপুরের শালবনীর পিড়াকাটা। মাওবাদী আতঙ্কে দিন কাটতো সাধারণ মানুষের। এখন সেই সব দিন অতীত। মাওবাদী আতঙ্ক অতিক্রম করে ছন্দে ফিরেছে পিড়াকাটার দুর্গাপূজা। এই বছর বিশ্ববাংলা শারদ সম্মানে পশ্চিম মেদিনীপুরের সেরা প্রতিমার সম্মান পেয়েছে পিড়াকাটা বাজার দুর্গোৎসব কমিটি।
আরও পড়ুনঃ Midnapore Puja 2024: লালমাটির ঘোড়ায় চড়ে মণ্ডপে অতীতের গল্পরা, ডেবরার লোয়াদায় এক টুকরো ইতিহাস
পশ্চিম মেদিনীপুর বিশ্ববাংলা শারদ সম্মানে সেরা প্রতিমা বিভাগে ৩টি পুজো কমিটিকে বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম পিড়াকাটা বাজার দুর্গোৎসব কমিটি। শিফন সুতো দিয়ে তৈরি হয়েছে পিড়াকাটা বাজার কমিটির প্রতিমা। প্রতিমায় সাবেকি ও চিরন্তনী মাতৃরূপের প্রতিফলন ঘটেছে। সেই সঙ্গে মণ্ডপ তৈরি হয়েছে রাজস্থানের জয়পুরের অ্যালবার্ট হল মিউজিয়ামের আদলে। ৭ম বর্ষের পুজোয় পিড়াকাটা বাজার দুর্গোৎসব কমিটির এবারের মোট বাজেট প্রায় ২২-২৩ লক্ষ টাকা।
বিগত কয়েক বছরে পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ দুর্গাপূজাগুলির মধ্যে অন্যতম সমাদৃত পুজো পিড়াকাটা বাজার কমিটির। গত বছরও বিশ্ববাংলা শারদ সম্মানে ভূষিত হয়েছিল তাদের পুজো। এই বছরও বিশ্ববাংলা শারদ সম্মানে সেরা প্রতিমা বিভাগে পুরস্কৃত হয়েছে তারা। এছাড়াও বিবিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব কমিটি ও কৈগেড়া সর্বজনীন দুর্গোৎসব জেলার সেরা প্রতিমার সম্মান পেয়েছে।