Midnapore Puja 2024: বাজেট এবার ৪০ লক্ষ টাকা! জলচকে তৈরি হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির

Last Updated:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
Midnapore Puja 2024: পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের জলচকের দুর্গাপুজোয় এবার তৈরি হচ্ছে বৃন্দাবনের কৃষ্ণের প্রেম মন্দির। উদ্যোগে জলচক গোকুলচক নটেশ্বরী বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটি। ৬৬ তম বর্ষে পদার্পণ করেছে পুজো। বাজেট প্রায় ৪০ লক্ষ টাকা। প্রতিমা, আলোকসজ্জা এবং ঐতিহাসিক স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন তুলে ধরা হবে দর্শনার্থীদের জন্য।

নিম্নচাপ জনিত লাগাতার বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে কিছুদিন আগেই ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকায়। সেই তালিকায় ছিল পিংলা এলাকাও। জল এখন সরে গিয়েছে। পুজো আসন্ন। এই পরিস্থিতিতে স্বাভাবিক জনজীবনে ফিরতে চেষ্টা করছেন সাধারণ মানুষ। পশ্চিম মেদিনীপুরের গ্রাম এলাকার পুজোগুলির মধ্যে জলচক গোকুলচক নটেশ্বরী বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো প্রায় প্রতি বছরই বড় বাজেট ও অভিনবত্বের কারণে দর্শনার্থীদের পছন্দের প্রথম সারিতে থাকে। এই বছরও তার ব্যতিক্রম নয়। এই বছর প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে তৈরী হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। মন্দিরের অসাধারণ স্থাপত্য ও আভিজাত্যকে জলচকের মণ্ডপে তুলে ধরছেন শিল্পীরা। মণ্ডপের মূল কাঠামো তৈরিতে ব্যবহৃত হয়েছে বাঁশ, কাঠ, কাপড়। তার উপরে হচ্ছে ফোমের কাজ।

Midnapore Puja 2024: বাজেট এবার ৪০ লক্ষ টাকা! জলচকে তৈরি হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির
জলচকের দেবীমূর্তি

পুজো কমিটির অন্যতম সম্পাদক অশ্বিনী ঘোড়াই জানিয়েছেন, পিংলা এলাকায় বহু কৃষ্ণভক্ত মানুষের বাস। কিন্তু ইচ্ছা থাকলেও অনেকেই সঙ্গতি না থাকায় উত্তরপ্রদেশে অবস্থিত বৃন্দাবনে কৃষ্ণের প্রেম মন্দির চাক্ষুষ করতে পারেননি। তাঁদের সামনে কৃষ্ণ মন্দিরের রূপ তুলে ধরতেই প্রেম মন্দিরের আদলে এই বছরের মণ্ডপ তৈরির ভাবনা। অন্যান্য বছরের মতোই তাঁদের মণ্ডপ ও পুজোর ভাবনা দর্শনার্থীদের মুগ্ধ করবে বলে আশা প্রকাশ করেছেন পুজো কমিটির সদস্যরা।