Midnapore Puja Carnival: মাতৃশক্তির বন্দনায় মেদিনীপুরে পুজো কার্নিভাল, মুগ্ধ মেদিনীপুরবাসী

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
Midnapore Puja Carnival: রাজ্যের সব জেলায় প্রশাসনিক ভাবে অনুষ্ঠিত হচ্ছে পুজো কার্নিভাল (Durga Puja Carnival)। প্রতি বছরের ন্যায় এই বছরেও মেদিনীপুরে (Midnapore) দুর্গাপূজার কার্নিভাল অনুষ্ঠিত। মেদিনীপুরে পুজো কার্নিভালের (Midapore Puja Carnival) তৃতীয় বর্ষে শহরের সেরা ১৫টি পুজো অংশ নিয়েছে। পুজোগুলির থিম, অভিনবত্ব, সামাজিক ও সাংস্কৃতিক বার্তা মুগ্ধ করে দর্শকদের। সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত্রি প্রায় সাড়ে ১০টা অবধি চলে এই অনুষ্ঠান। মেদিনীপুর শহরের গোলকুঁয়াচক-বটতলাচক রাস্তায় পৌরসভা ও প্রশাসনের যৌথ উদ্যোগে কার্নিভালের বিসর্জনের শোভাযাত্রায় অংশ নেয় পুজো কমিটিগুলি।

Midnapore Carnival 4

কার্নিভালে অংশগ্রহণকারী পুজো কমিটিগুলি নিজেদের থিম ও বার্তা তুলে ধরে। শোভাযাত্রায় নজর কেড়েছে পুলিশ লাইন হাউসিং দুর্গাপূজা কমিটির ‘শক্তিরূপেণ সংস্থিতা’ থিম। বিজ্ঞান, সাহিত্য, গবেষণা, স্বাস্থ্য, নিরাপত্তা, বিচার ব্যবস্থাসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদানকে স্বীকৃতি জানানো হয়েছে থিমের মাধ্যমে। রবীন্দ্রনগর সর্বজনীন তাদের ‘উৎসর্গ’ থিমের মাধ্যমে মন্ডপশিল্পী, মৃৎশিল্পী, আলোক শিল্পী, শব্দ শিল্পী থেকে শুরু করে পুলিশ প্রশাসন, সংবাসমাধ্যম সকলকে কুর্নিশ জানিয়েছে। রাঙামাটি সর্বজনীন দুর্গোৎসব কমিটি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছে সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সদ্যপ্রয়াত শিল্পপতি রতন টাটা এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের প্রতি।

Midnapore carnival 3

এছাড়াও কর্ণেলগোলা চিরসাথী ক্লাব ডেঙ্গু,

রক্তদান, বৃক্ষরোপণ নিয়ে সচেতনতার বার্তা দিয়েছে তাদের কার্নিভালের ট্যাবলোর মাধ্যমে। অশোকনগর পুজো কমিটি আবার তাদের ‘ভূতুড়ে বাড়ি’ মণ্ডপের মতোই কার্নিভালের শোভাযাত্রায় ‘ভূত’ থিম প্রদর্শন করে। কার্নিভালে অংশ নেওয়া ১৫টি দুর্গাপূজা কমিটিগুলি যথাক্রমে কোতোয়ালী বাজার, অশোকনগর, রবীন্দ্রনগর, পুলিশ লাইন হাউসিং, রাঙামাটি, পাটনাবাজার আদি অকালবোধন, চিড়িমারসাই হীরক সমিতি, বিবিগঞ্জ, কর্নেলগোলা চিরসাথী, রাজাবাজার, ধর্মা, নজরগঞ্জ সমাজবাড়ি, সুজাগঞ্জ সর্বজনীন, মীরবাজার পার্লামেন্ট এবং স্কুলবাজার সর্বজনীন।

Midnapore Carnival 5

সোমবার রাতে এই পুজো কার্নিভাল শোভাযাত্রা দেখতে ভিড় করেছিলেন অসংখ্য সাধারণ মানুষ। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলী কাদরী, পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য সংকর সারেঙ্গি, মহকুমাশাসক মধুনীতা মুখার্জী, রাজ্যের জলসম্পদ মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া প্রমুখরা।