Midnapore Puja 2024: লালমাটির ঘোড়ায় চড়ে মণ্ডপে অতীতের গল্পরা, ডেবরার লোয়াদায় এক টুকরো ইতিহাস

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
Midnapore Puja 2024: লালমাটির ঘোড়ায় চড়ে মণ্ডপে এসে ভিড় করেছে অতীতের গল্পরা। মল্লরাজাদের সেই সব গল্প, যেগুলি সময়ের ঝরা পাতায় বিস্মৃত প্রায়, “রাঙ্গা ঘোড়া, মল্ল রাজার গল্প বলে ঝড়া পাতা” থিম হয়ে ধরা দিয়েছে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) ডেবরার লোয়াদা ক্যাকটাস ওয়েলফেয়ার অ্যাসসিয়েশনের পুজোয়।

পশ্চিম মেদিনীপুর ভয়াবহ বন্যায় স্মৃতি এখনও ভোলেনি। সেগুলি অতিক্রম করেই ক্রমশ স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন জেলাবাসী। পুজো যে কিছুটা হলেও সেই সব ক্ষত প্রশমিত করছে তা বলার অপেক্ষা রাখে না। প্রতি বছরের মতোই এই বছরও নজর কেড়েছে জেলার একাধিক পুজো। ডেবরার লোয়াদা ক্যাকটাস ওয়েলফেয়ার অ্যাসসিয়েশনের পুজো এই বছর ১৮ তম বর্ষে পদার্পণ করেছে। মণ্ডপ জুড়ে ইতিহাস ও শিল্পের মেলবন্ধন।

বাঁকুড়া-বিষ্ণুপুর যা এক সময় মল্লভূম হিসাবে পরিচিত ছিল, সেখানে ছিল মল্লরাজাদের রাজত্ব। টেরাকোটা ও পোড়ামাটির শিল্পে ব্যুৎপত্তি অর্জন করেছিলেন সেই সময়ের শিল্পীরা। সেই সব শিল্প কর্মের নিদর্শন গোটা রাঢ় বঙ্গ জুড়েই বিদ্যমান। এখন সেই গৌরব অস্তমিত। তবুও বাঁকুড়ার পাঁচমূড়ার পোড়ামাটির ঘোড়া এখনও সেই অতীত গৌরব ও ইতিহাসকে বহন করে চলেছে। পোড়া মাটির সেই সব কাজকে সঙ্গে নিয়েই গৌরবময় ইতিহাসের স্মৃতিরোমন্থন করেছে লোয়াদা ক্যাকটাস ওয়েলফেয়ার অ্যাসসিয়েশন তাদের এই বারের পুজোয়।