চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Midnapore: অভিনব উদ্যোগ পলাশী প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের। দোলপূর্ণিমায় রং-এর উৎসবের আগে বিভিন্ন ধরনের শাকসবজি থেকে ভেষজ আবীর তৈরি করল তারা। মেদিনীপুর সদর (Midnapore) ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের (Palashi Primary School) পড়ুয়ারা প্রতিবছরের মতোই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সহায়তায় ধনেপাতা, পালং শাক, বিট ,গাজর, কাঁচা হলুদ, পুঁইশাকের পাকা বীজ প্রভৃতি থেকে তৈরি করেছে এই আবির। ভেষজ আবির নিয়েই রঙ খেলবে তারা।

আবির তৈরিতে ব্যস্ত খুদের দল
দোলপূর্ণিমার সময় বাজার ছেয়ে রয়েছে বিভিন্ন রাসায়নিক মেশানো আবিরে। যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। চিকিৎসকরা বার বার সতর্ক করছেন এই বিষয়ে। পরামর্শ দিচ্ছেন ভেষজ রঙ ব্যবহারের। এই পরিস্থিতিতে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে হাতে কলমে শিখে ফুল, সবজি প্রভৃতি থেকে ভেষজ আবির তৈরি করেছে পলাশী স্কুলের ছোট ছোট পড়ুয়ারা। বিভিন্ন সব্জির রসের সঙ্গে এরারুট মিশিয়ে তৈরি এই আবির। গত বছরেও স্কুলের শিক্ষকদের সাহায্যে তারা ভেষজ আবীর তৈরি করেছিল। এবারেও ভেষজ আবির তৈরি করে দোলের আগেই স্কুলে রঙ খেলায় মাতলো তারা।
হাতে কলমে শিক্ষাকে আরও মজবুত করার লক্ষ্যে বেশ কয়েক বছর আগে থেকেই বিভিন্ন উদ্যোগ নিচ্ছে পলাশী প্রাথমিক স্কুল। দোলের সময় ভেষজ আবির, রাখির আগে রাখি হাতে কলমে তৈরি করছে স্কুলের পড়ুয়ারা। উদ্যোগে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌম্যসুন্দর মহাপাত্র ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।