মেদিনীপুর শহরের (Midnapore) অত্যন্ত পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন “ব্ল্যাক পার্ল”।শহরের একঝাঁক তরুণদের নিয়ে তৈরি এই স্বেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে শারদীয়া উৎসব উপলক্ষ্যে পঞ্চমীর শুভ লগ্নে দুঃস্থ কচিকাঁচাদের মুখে হাসি ফোটাতে আয়োজন করা হলো শারদীয়া উৎসব এর উপহার স্বরূপ বস্ত্র বিতরণ কর্মসূচী।আজ বিকালে এই সংগঠনের কার্যকরী সদস্যরা গড়মাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জগন্নাথপুর এলাকায় উপস্থিত হয়ে প্রায় ১৫০ জন কচিকাঁচার হাতে উপহার স্বরূপ নতুন বস্ত্র,,চকলেট প্রভৃতি তুলে দিলেন।দুর্গোৎসব উপলক্ষ্যে নতুন জামা কাপড় উপহার পেয়ে যথেষ্ট আনন্দিত এলাকার ক্ষুদে সহ তাদের অভিভাবকরা।
এই বস্ত্র বিতরন কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংগঠন ব্ল্যাক পার্ল এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সৈয়দ নিয়াজ আহমেদ,সম্পাদক স্বর্ণেন্দু মিলন দেব,যুগ্ম সহ সভাপতি প্রিয়জিৎ দাস ও ভিক্টর ঘোষ সহ এই সংগঠনের কার্যকরী সদস্য তন্ময় দাস,সেক আব্দুল নিজাম,দ্বীপ বড়ুয়া,সেক আজহার উদ্দিন,অনির্বাণ দাস,সৌম্য ঘোষ,অনুজ সিং,সেক আরফান,অশ্বিনী শর্মা,চিরঞ্জীব দাস,সাজেদ বক্স,বুবু গিরি,দ্বীপ বড়ুয়া,নির্মল জানা,স্বর্ণকমল ঘোষ,মন্টু মাল,সাইফ জামান,রমেন দাস,সুমন দাস,শান্তনু সিং,ধৃমান দাস প্রমুখ।
অনুষ্ঠান শেষে ব্ল্যাক পার্ল এর সভাপতি সৈয়দ নিয়াজ আহমেদ ও সম্পাদক স্বর্নেন্দু মিলন দেব বলেন, “প্রতি বছরই আমরা পবিত্র ঈদ ও দুর্গাপুজো উপলক্ষ্যে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমাদের স্বল্প সামর্থ্য অনুযায়ী কিছু বাচ্চাদের হাতে নতুন বস্ত্র ও শুকনো খাদ্য সামগ্রী উপহারস্বরূপ তুলে দিই।এবছরও তার ব্যতিক্রম হয়নি।আগামী বছর আমরা আরও বেশি সংখ্যক বাচ্চাদের নিয়ে এই অনুষ্ঠান করার চেষ্টা করবো”।