Midnapore: নবোদয় বিদ্যালয়ে ভর্তির সুযোগ, জেনে নিন আবেদনের উপায়

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

পশ্চিম মেদিনীপুরের (Midnapore) মুড়াডাঙ্গার জওহর নবোদয় বিদ্যালয়ে (Jawahar Navodaya Vidyalaya) ভর্তির সুযোগ। বিদ্যালয়ের তরফে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য জারি হয়েছে আবেদনের বিজ্ঞপ্তি। মেদিনীপুরের (Midnapore) এই কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীন বিদ্যালয়টিতে নির্দিষ্ট  প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে ছাত্রছাত্রীরা। প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে৷ ইতিমধ্যেই আবেদন নেওয়া শুরু হয়েছে। ঘোষণা করা হয়েছে প্রবেশিকা পরীক্ষার তারিখও।

ভর্তির শ্রেণি- ষষ্ঠ শ্রেণি

আবেদনের উপায়- জওহর নবোদয় বিদ্যালয়- ২০২৫ প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য অনলাইনে আবেদন করতে হবে৷ এর জন্য প্রথমে জওহর নবোদয় বিদ্যালয়ের অফিসিয়াল সাইট www.navodaya.gov.in তে গিয়ে Admission Portal of NVS লিঙ্কে রেজিস্ট্রেশন করতে হবে।

আবেদন মূল্য- আবেদনের জন্য কোনও রকম আবেদন মূল্য নেই

আবেদনের শেষ দিন- ১৬ সেপ্টেম্বর, ২০২৪

পরীক্ষার তারিখ- ১৮ জানুয়ারী, ২০২৫ শনিবার।

পরীক্ষার সময়- সকাল ১১:৩০ মিনিট থেকে দুপুর ০১:৩০ মিনিট পর্যন্ত।