Midnapore: চাই Justice! মেদিনীপুরের রাস্তায় প্রতিবাদ ডাক্তারি পড়ুয়াদের

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
মেদিনীপুরের (Midnapore) রাস্তায় নামলেন মেদিনীপুর (Midnapore) মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে Justice এর দাবি জানিয়ে এবায় রাস্তায় প্রতিবাদে নামলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের কয়েকশত ডাক্তারি পড়ুয়া। সোমবার রাখীপূর্ণিমার দিন মেদিনীপুরের রাস্তায় প্রতিবাদ মিছিল করেন তাঁরা।

আরজি কর মেডিক্যাল কলেজে ডিউটিরত মহিলা ইন্টার্ন চিকিৎসকের নৃশংস হত্যা ও ধর্ষণের প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন ডাক্তার, অভিনেতা অভিনেত্রী, শিল্পী থেকে সাধারণ মানুষ সকলে। সারাদেশের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পালিত হয়েছে কর্মবিরতি। রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে এমার্জেন্সি পরিষেবা ছাড়া সমস্ত পরিষেবা বন্ধ। সারা দেশে মেডিক্যাল পড়ুয়ারা সামিল হয়েছেন আন্দোলনে। সেই প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে জেলাশহরে মেদিনীপুর মেডিক্যাল কলেজেও।

এর আগে সারা রাজ্যে ১৪ আগস্টের মধ্য রাত্রিতে “মেয়েদের রাত দখল” পালিত হয়। পিছিয়ে থাকেনি মেদিনীপুরও। এবার কর্মবিরতি বজায় রেখে ন্যায়ের দাবিতে পথে নামলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের কয়েকশো ডাক্তারি পড়ুয়া। তাঁরা প্রতীকী চিহ্ন হিসাবে মাথায় ব্যান্ডেজ পড়ে এইদিন রাস্তায় প্রতিবাদ মিছিল করেন। বিকেল ৪ টে থেকে ৭ টা পর্যন্ত চলে এই প্রতিবাদ মিছিল। এইদিন প্রায় একই সময়ে আরজি করের ঘটনার প্রতিবাদে মেদিনীপুরের রাস্তায় মিছিল করেন তৃণমূল সাংসদ জুন মালিয়াও।