Midnapore Medical: মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় কোনও সমস্যা নেই স্যালাইনে (Saline Case)! এই সংক্রান্ত মামলায় (Midnapore Medical Case) কলকাতা হাইকোর্টে ‘অভিযুক্ত’ স্যালাইন (Saline Case) রিঙ্গার ল্যাকটেট স্যালাইনকে ক্লিনচিট দিল রাজ্য সরকার। ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষা করে স্যালাইনে কোনল সমস্যা দেখা যায়নি বলে হাইকোর্টে জানিয়েছে রাজ্য।
আরও পড়ুনঃ আজকের রাশিফল ৭/২/২০২৫
মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় জনস্বার্থ মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে। তিনি অভিযুক্ত স্যালাইন কোম্পানির কাছে প্রশ্ন রাখেন এই ঘটনা কীভাবে ঘটলো? স্যালাইন প্রস্তুতকারী সংস্থা জানায় স্যালাইনে কোনও সমস্যা ছিল না। রাজ্যের স্যালাইন কেন্দ্রীয় ল্যাবে পাঠানোর পরে কোনও খারাপ রিপোর্ট আসেনি। সেই বক্তব্য সমর্থন করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। সূত্রের খবর, রাজ্য রিপোর্ট পেশ করে আদালতে আরও জানিয়েছে, ঘটনার ৮ এবং ৯ জানুয়ারি রাতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ জন প্রসূতির সিজারের সময় কোনও সিনিয়র চিকিৎসক উপস্থিত ছিলেন না।
মেদিনীপুর মেডিকেল কলেজে সিজারের পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন ৫ জন প্রসূতি। তাঁদের মধ্যে মামণি রুইদাসের মৃত্যু হয়। অসুস্থ তিন রোগিনী মাম্পি সিংহ (২৩), নাসরিন খাতুন (১৯) এবং মিনারা বিবি (৩১) কে মেদিনীপুর মেডিকেল কলেজের আইসিইউ থেকে তিনটি অ্যাম্বুল্যান্সে গ্রিন করিডর করে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে মৃত্যু হয় মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন প্রসূতি রেখা সাউয়ের নবজাতক সন্তানের। অভিযোগ ওঠে একটি নির্দিষ্ট সংস্থার স্যালাইনকে কেন্দ্র করে। ঘটনার তদন্ত শুরু করে সিআইডি। অন্যদিকে চিকিৎসকদের দিকে অভিযোগের আঙুল তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর মেডিকেল কলেজের মোট ১৩ জন জুনিয়র ও সিনিয়র চিকিৎসককে সাসপেন্ড করে রাজ্য সরকার। দায়ের হয় এফআইআর।