Midnapore Medical: রোগীর মূত্রনালীতে আটকে সেফটিপিন! যন্ত্রণায় ছটফট করছেন রোগী! এমনই মধ্যবয়সী রোগীকে অস্ত্রোপচার করে প্রাণ বাঁচালো মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Midnapore Medical College)। জানা গিয়েছে, প্রস্রাব আটকে যাওয়ায় ঐ ব্যক্তি সেফটিপিন দিয়ে প্রস্রাবদ্বার পরিষ্কার করতে গিয়েছিলেন। তখনই কোনও ভাবে তা মূত্রনালীর ভিতরে ঢুকে আটকে যায়।
জানা গিয়েছে, মেদিনীপুর সদর ব্লকের মণিদহ এলাকার বাসিন্দা এক মধ্যবয়সী ব্যক্তিকে প্রথমে দেপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর প্রস্রাবের দ্বারে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। ঐ ব্যক্তিকে পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে এক্স রে সহ পরীক্ষানিরীক্ষায় দেখা যায়, ঐ ব্যক্তির মূত্রনালিতে আটকে রয়েছে একটি আস্ত সেফটিপিন। মূত্রনালির গভীরে ‘মেমব্রেনাস ইউরেথ্রা’য় সেটি আটকে রয়েছে।
এর পরেই তড়িঘড়ি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। মেদিনীপুর মেডিক্যাল কলেজের চিকিৎসক সুদীপ্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে হয় অস্ত্রোপচার। মূত্রনালি থেকে বের করা হয় সেফটিপিন। ঐ রোগী এখন সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।