Midnapore: মেদিনীপুর মেডিক্যাল উত্তাল! দাদাগিরি, মেয়েদের অসম্মানের অভিযোগ তৃণমূলের ছাত্রনেতার বিরুদ্ধে

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

মেদিনীপুর (Midnapore) মেডিক্যাল কলেজ উত্তাল ডাক্তারি পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘেরাও মেদিনীপুর মেডিক্যাল কলেজের (Midnapore Medical College) অধ্যক্ষা। পাস করে যাওয়ার পরেও রুম দখল, দাদাগিরি, মহিলাদের অসম্মান সহ ভুরি ভুরি অভিযোগ মেদিনীপুর মেডিক্যাল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) ইউনিট হেড মুস্তাফিজুর রহমান মল্লিক ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে।

আরজি কর কাণ্ডের আবহে উত্তাল গোটা রাজ্য। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এখনও চলছে। তিলোত্তমার হয়ে বিচারের দাবিতে পথে নেমেছে গোটা রাজ্য। একাধিক অভিযোগ উঠেছে শাসকদলের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত আরজি করের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সিবিআই-এর তদন্তের সম্মুখীন সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছে ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল। তারই মধ্যে ফের গুরুতর অভিযোগ উঠলো মেদিনীপুর মেডিক্যাল কলেজে। অভিযোগ, মেডিক্যাল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট হেড মুস্তাফিজুর রহমান মল্লিকের বিরুদ্ধে। তিনি আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বলেও দাবি জুনিয়র চিকিৎসকদের একাংশের। ঐ ছাত্র নেতা ছাড়াও অভিযোগ উঠেছে তৌসিফ আলি, স্বপন দাস, মাক্রাম নায়েক, দেবতোষ মন্ডল, অর্পন বিশ্বাস, অশোক সরকার, সৈয়দ আনোয়ার আলি সহ বেশ কয়েকজন ডাক্তারি পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে।

জুনিয়র চিকিৎসকদের ও পড়ুয়াদের অভিযোগ, তিন বছর আগে পাস করে গেলেও হোস্টেলের রুম দখল করে রেখেছেন ঐ ছাত্রনেতা। মহিলাদের সম্মান তো দূরঅস্ত, অডিটোরিয়ামের ডায়াসে উঠে ‘আইটেম সং’-এ নাচতে বলা হয়। বিভিন্ন ভাবে দাদাগিরি চালানো হয় মেডিক্যাল কলেজে। অভিযোগ, একাধিক বার কলেজ কর্তৃপক্ষকে এই বিষয়ে অভিযোগ জানানো হলেও সুরাহা হয়নি। প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে আন্দোলনে নামেন মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক ও পড়ুয়ারা। অধ্যক্ষা ডাঃ মৌসুমী নন্দীকে সন্ধ্যা পর্যন্ত ঘেরাও করে রাখা হয়। পড়ুয়াদের চাপে কলেজ কর্তৃপক্ষ জরুরী বৈঠকে বসে। অনির্দিষ্টকালের জন্য মুস্তাফিজুর রহমান মল্লিকের হোস্টেল সহ ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।