চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Midnapore Medical: চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযোগ, বুধবার রাতে সিজার হওয়ার পর অসুস্থ হয়ে পড়েন মামণি রুইদাস নামে ঐ মহিলা। আশঙ্কাজনক অবস্থায় সিসিইউ বিভাগে (Midnapore Medical) ভেন্টিলেশন দেওয়া হয় তাঁকে। শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়। অভিযোগ, মৃতা সহ ৫ জন প্রসূতি সিজারের পর অসুস্থ হয়ে পড়েছেন। অভিযোগ উঠেছে মেদিনীপুর মেডিকেল কলেজের (Midnapore Medical College) মাতৃমা বিভাগের বিরুদ্ধে।
জানা গিয়েছে, গড়বেতা থানা এলাকার বাসিন্দা মামণি রুইদাস (২৪) বুধবার রাতে সিজারের পর পুত্র সন্তান জন্ম দেন। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে তিনি সহ ৫ জন সিজার রোগিনী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মেডিকেল কলেজের সিসিইউ বিভাগে স্থানান্তরিত করা হয়। ভেন্টিলেশনে দেওয়া হয় ৩ জনকে। কিন্তু শুক্রবার সকালে মামণি রুইদাসের মৃত্যু হয়। রোগিনীর পরিজনদের অভিযোগ, ভুল বা মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার ফলেই রোগিনীরা অসুস্থ হয়ে পড়েন।
ইতিমধ্যে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে চিকিৎসকেরদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। স্যালাইন সংক্রান্ত অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।