চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Midnapore Medical: মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে (Midnapore Medical College) বজায় থাকবে সমস্ত পরিষেবা, তারই মাঝে চলবে বিক্ষোভ কর্মসূচি। মেদিনীপুর মেডিকেল কলেজে (Midnapore Medical College) পিজিটি চিকিৎসকদের সাসপেন্ড প্রসঙ্গে নিজেদের পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরে এসে আংশিক কর্মবিরতি (Junior Doctors Strike) ঘোষণা করলেন জুনিয়র চিকিৎসকরা। শুক্রবার প্রায় ন’ঘণ্টা ধরে জেনারেল বডির বৈঠকের পরে এই সিদ্ধান্তের কথা জানান তাঁরা।
আরও পড়ুনঃ আজকের রাশিফল ১৮/১/২০২৫
বৃহস্পতিবার বিকেলে স্যালাইন-কাণ্ডের জেরে মেদিনীপুর মেডিকেল কলেজের ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় রয়েছেন ছ’জন পিজিটি চিকিৎসক পড়ুয়া মৌমিতা মণ্ডল, পূজা সাহা, জাগৃতি ঘোষ, ভাগ্যশ্রী কুন্ডু, মণীশ কুমার এবং সুশান্ত মণ্ডল। এই সিদ্ধান্তের পরেই মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারেরা বৈঠকে বসেন। বৃহস্পতিবার রাত থেকে স্ত্রী রোগ এবং অ্যানাস্থেশিয়া বিভাগের ২২ জন জুনিয়র ডাক্তার কর্মবিরতি শুরু করেন। শুক্রবার সকাল থেকে হাসপাতালের বাকি সব বিভাগের জুনিয়র চিকিৎসকরাও কর্মবিরতি যোগ দেবেন বলে জানিয়েছিলেন তাঁরা। কিন্তু বাস্তবে শুক্রবার সারাদিন স্বাভাবিক ছিল মেদিনীপুর মেডিকেল কলেজের সমস্ত রকম পরিষেবা৷ নিজেদের আন্দোলনের রূপরেখা নিয়ে বৈঠকে বসেন মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা।
এইদিন বেলা ৩টে থেকে জিবি বৈঠকে বসেন জুনিয়র ডাক্তারেরা। বৈঠক চলে রাত পৌনে ১০টা পর্যন্ত। প্রায় ন’ঘণ্টা ধরে জেনারেল বডি বৈঠক শেষে জুনিয়র ডাক্তারেরা জানান, মানবিকতার কারণে পূর্ব ঘোষণা থেকে সরে আসছেন তাঁরা। আপাতন পূর্ণ কর্মবিরতির পরিবর্তে আংশিক কর্মবিরতি চলবে। মানবিকতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পরিষেবা পেতে যাতে সমস্যা না হয় সেই জন্যই এই ঘোষণা বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তবে সাসপেন্ড হওয়া জুনিয়র চিকিৎসকদের সাসপেশন রোধের দাবিতে আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা। শনিবার হাসপাতালে অবস্থান বিক্ষোভ চলবে। তবে দাবী পূরণ না হলে পরবর্তীতে পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।