মেদিনীপুর (Midnapore) মেডিক্যাল কলেজে তৈরি হল ইতিহাস। আন্দোলনের মাঝেও নিজেদের কর্তব্যে অবিচল চিকিৎসকেরা। মেদিনীপুর (Midnapore) মেডিক্যাল কলেজে প্রথমবার দুই রোগীর চক্ষু তথা কর্ণিয়া প্রতিস্থাপন করা হল। চিকিৎসকেরা জানিয়েছেন, সফল হয়েছে অস্ত্রোপচার। চোখের দৃষ্টি ফিরে পেতে চলেছেন দুই দৃষ্টিহীন ব্যক্তি।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে ও চিকিৎসকদের সুরক্ষার দাবিতে সারা রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা৷ কিন্তু তারই মাঝে সচল রয়েছে মেডিক্যাল কলেজগুলির জরুরী পরিষেবা। শুক্রবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসায় এক যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হল। বছর দুই আগেই এখানে চালু হয়েছিল চক্ষু প্রতিস্থাপন পরিষেবা। কিন্তু এই প্রথম সেই চক্ষু প্রতিস্থাপন সংঘটিত হল৷ আন্দোলনের মাঝেই মেডিক্যাল কলেজের সিনিয়র ও জুনিয়র চিকিৎসকরা মিলিত ভাবে এই অস্ত্রোপচার করেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, খুব ভালো অবস্থায় দুটি কর্ণিয়া সংরক্ষণ করা হয়েছিল আইব্যাঙ্কে। এরপর নিয়ম মেনে ওয়েটিংলিষ্টে থাকা দুই দৃষ্টিহীন ব্যক্তির দেহে সেই সংরক্ষিত কর্ণিয়া প্রতিস্থাপন করা হয়। মেদিনীপুর মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা আরও জানিয়েছেন, তাঁদের আন্দোলন চলছে। কিন্তু রোগীর সঙ্গে তাঁরা আন্দোলন করতে পারেন না। রোগীকে পরিষেবা দিতে তাঁরা বদ্ধপরিকর।