Midnapore: সুনসান মেদিনীপুর মেডিক্যাল, আরজি কান্ডের প্রভাব দেশ জুড়ে

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
সুনসান মেদিনীপুর (Midnapore) মেডিক্যাল কলেজ ও হাসপাতাল! আরজি কর কান্ডের প্রতিবাদে চিকিৎসকদের ধর্মঘটের প্রভাব পড়েছে মেদিনীপুর (Midnapore) সহ সমস্ত রাজ্য তথা দেশে। ইমারজেন্সি বিভাগ খোলা থাকলেও রোগীদের সেরকম দেখা নেই। জরুরী ছাড়া অন্য পরিষেবা বন্ধ রয়েছে। শনিবার সকালে তেমনই ছবি দেখা গেল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে যোগ দিয়েছে ডাক্তারদের সর্বভারতীয় সংগঠন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA)। শনিবার (১৭ অগস্ট) সকাল ৬টা থেকে রবিবার (১৮ অগস্ট) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সংগঠনের তরফে। শুধুমাত্র প্রয়োজনীয় পরিষেবা ছাড়া দেশের সমস্ত হাসপাতালে পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে বুধবার রাতে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে মেয়েদের রাত দখলের কর্মসূচি ছিল। আরজি কর হাসপাতালের সামনে চলছিল প্রতিবাদ৷ তারই মাঝে হঠাৎই একদল দুষ্কৃতি পুলিশি ব্যারিকেড টপকে আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব চালায়। হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টার, এইচসিসিইউ (হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট), সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট), ওষুধের স্টোররুম তছনছ করা হয়। আন্দোলনকারী পড়ুয়াদের মঞ্চ, পুলিশে গাড়ি বাইক ভাঙচুর করা হয়। হামলা হয় পুলিশের উপর। ইঁটের আঘাতে রক্তাক্ত হন একাধিক পুলিশকর্মী। সেই ঘটনায় একাধিক ছবি সমাজমাধ্যমে প্রকাশ করে দুষ্কৃতিদের সন্ধান চায় কলকাতা পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।