চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Midnapore Medical: মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে দালাল চক্রের রমরমার অভিযোগ দীর্ঘদিনের। বিভিন্ন সময়ে মেদিনীপুরের (Midnapore) সরকারি মেডিকেল কলেজের ভিতরেই চিকিৎসার জন্য আসা রোগীদের বেসরকারি ল্যাবরেটরি থেকে প্রয়োজনীয় টেস্ট করতে প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে এই দালাল চক্রের বিরুদ্ধে। এবার এমন কাজ করার অভিযোগে মেদিনীপুর মেডিকেল কলেজে (Midnapore Medical) ধরা পড়লো দুই যুবক। তাদের কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
শুক্রবার সূত্র মারফত খবর পেয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে অপেক্ষা করছিল পুলিশ ও সংবাদমাধ্যমের কয়েকজন প্রতিনিধি। আউটডোরে চিকিৎসকদের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে বের হয়ে আসা রোগীদের দুই যুবক রক্ত সহ বিভিন্ন পরীক্ষা সরকারি হাসপাতালে না করিয়ে, বাইরে বেসরকারি জায়গা থেকে করাতে প্ররোচনা দিচ্ছিল। তখনই পুলিশ ও সংবাদমাধ্যম তাদের ঘিরে ফেলে। পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয় ঐ দুই যুবক। তাদের ব্যাগ থেকে রক্ত নমুনা সংগ্রহের বিভিন্ন সরঞ্জাম মেলে। তারপরেই কোতোয়ালি থানার পুলিশ গ্রেপ্তার করে ঐ দুই যুবককে।
অভিযোগ, অনেকদিন ধরেই মেদিনীপুর মেডিকেল কলেজে দালাল চক্র সক্রিয়। বিভিন্ন বেসরকারি ল্যাবরেটরি ও নার্সিংহোমের এজেন্টরা হাসপাতাল চত্ত্বরে ওৎ পেতে থাকে। হাসপাতালে আসা রোগী ও তাদের পরিজনদের তারা বোঝায়, সরকারি হাসপাতালের ল্যাবরেটরি ও সরঞ্জামের গুণমান খারাপ। তাদের বিভিন্ন ভাবে বুঝিয়ে অনেক বেশি খরচে বেসরকারি জায়গা থেকে পরীক্ষাগুলি করাতে প্ররোচিত করে তারা। এই বিষয়ে মাইকিং ও প্রচারের মাধ্যমে ইতিমধ্যেই রোগীদের সতর্ক করা শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর ফলে দালাল চক্র কিছুটা স্তিমিত হলেও নির্মূল হয়নি বলে অভিযোগ। তা বন্ধ করতেই শুক্রবারের অভিযান।