Midnapore: চাকরির প্রলোভন দেখিয়ে সহবাস! মারাত্মক অভিযোগ সুশান্ত ঘোষের বিরুদ্ধে

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

মেদিনীপুর (Midnapore) সরগরম! ফের বিতর্কে পশ্চিম মেদিনীপুরের (Midnapore) সিপিএম নেতা সুশান্ত ঘোষ। এক মহিলাকে চাকরির প্রলোভন দেখিয়ে দিনের পর দিন সহবাসের অভিযোগ উঠল তার বিরুদ্ধে। ইতিমধ্যে সিপিএমের রাজ্য কমিটির কাছে ওই মহিলা অভিযোগ জানিয়েছেন। তবে পুলিশ সূত্রে খবর পুলিশের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হয়নি। পশ্চিম মেদিনীপুরের (Midnapore) পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেছেন, ‘মহিলা পুলিশে অভিযোগ জানালে অবশ্যই পদক্ষেপ করা হবে।’

এর আগেও বারংবার বিতর্কে জড়িয়েছেন সিপিএমের দাপুটে নেতা সুশান্ত ঘোষ। গড়বেতা পূর্ব বিধানসভা কেন্দ্রের এই প্রাক্তন বিধায়ক একসময় রাজ্যের মন্ত্রী ছিলেন। ২০০২ সালের বেনাচাপড়া কঙ্কালকাণ্ডে নাম জড়ায় তার। পুলিশ তাকে গ্রেফতারও করে। পরে জামিনে মুক্তি পান তিনি। জামিন পাওয়ার কিছুদিনের মধ্যেই সুশান্ত ঘোষকে দলের জেলা সম্পাদক করে সিপিএম। এবার সুশান্তর বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ওঠায় অস্বস্তিতে পড়েছে সিপিএম।

অভিযোগকারিণী ওই মহিলা জানিয়েছেন, ‘ ২০০৬ সালে সুশান্ত ঘোষের সঙ্গে আমার পরিচয় হয়। তিনি বলেন আমার জন্য একটি চাকরির ব্যবস্থা করে দেবেন। এরপর আমাকে নিজের বাড়িতে ডেকে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এরপর আমার বিয়ে হয়ে গেলেও সুশান্তবাবু সেই সম্পর্ক চালিয়ে যান। ফলে আমার সঙ্গে আমার স্বামীর বনিবনা হয়নি।’ ওই মহিলার অভিযোগ সুশান্ত ঘোষের আরও একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে।

অভিযোগ নিয়ে জেলাজুড়ে চর্চা শুরু হতেই মুখে কুলুপ এঁটেছে সিপিএম নেতৃত্ব। তবে শোনা যাচ্ছে এই অভিযোগের পর সুশান্ত ঘোষ জেলা সম্পাদকের পদ থেকে ইস্তফা দিতে পারেন। যদিও এ প্রসঙ্গে সুশান্ত ঘোষ প্রথম সারির এক বাংলা সংবাদপত্রকে বলেন, ‘ ইস্তফা দেওয়ার কথা যার থেকে শুনেছেন তাকেই জিজ্ঞেস করুন। আর বাকি বিষয় সম্পর্কেও আমি কিছু জানি না।’