Midnapore: রেলের টিকিটে প্রবীণদের ছাড়! সংসদে সোচ্চার মেদিনীপুরের জুন

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

রেলের টিকিটে প্রবীণ নাগরিকদের ছাড়ের দাবিতে মেদিনীপুরের (Midnapore) সাংসদ জুন মালিয়া সোচ্চার হলেন সংসদে। মেদিনীপুরের (Midnapore) সাংসদ জুন মালিয়া লোকসভায় রেল বাজেট নিয়ে বলার সুযোগ পান। নিজের বক্তব্যে রেলের একাধিক সমস্যার বিষয় তুলে ধরেন তিনি। সেই সঙ্গে মেদিনীপুরের (Midnapore) জন্য একাধিক দাবিও জানান রেলের কাছে।

বুধবার সংসদে নিজের বক্তব্যে সাংসদ জুন মালিয়া জানান, খড়গপুর রেল বিভাগের অধিন মেদিনীপুরে একাধিক উড়ালপুল, রেলসেতু, আন্ডারপাস অনুমোদন পেলেও সেগুলির কাজ এখনও শুরু হয়নি। অবিলম্বে সেই কাজ শুরুর অনুরোধ রেলের কাছে করেন তিনি। সেই সঙ্গে বেলদা স্টেশনে সমস্ত দূরপাল্লার ট্রেনের স্টপেজ, রেল কোয়ার্টারসে উন্নয়ন, খড়গপুর রেল কলোনিতে পরিষেবার দাবি জানান তিনি। রেলের নিরাপত্তা নিয়েও সরব হন সাংসদ। এরপরে প্রবীণ নাগরিকদের জন্য রেলের টিকিটে ছাড়ের সুবিধা পুনরায় ফিরয়ে আনার দাবি তোলেন জুন।

জুন বলেন, করোনা সময়ের আগে পুরুষ ও তৃতীয় লিঙ্গদের ক্ষেত্রে ৬০ বছর এবং মহিলাদের ক্ষেত্রে ৫৮ বছর বয়সের ঊর্ধ্বের নাগরিকরা রেলের টিকিটে ছাড় পেতেন। কিন্তু সেই ছাড় তুলে দিয়ে বিগত অর্থবছরে ২ হাজার ২০০ কোটি টাকা বেশি আয় করেছে রেল। শুধুমাত্র ওয়েটিং লিস্ট টিকিট বাতিলের মাধ্যমেও ১ হাজার ২০০ কোটি টাকা আয় হয়েছে রেলের। জুন রেলের টিকিটে প্রবীণ নাগরিকদের ছাড় ফিরিয়ে আনার দাবি জানান। প্রশ্ন তোলেন, আয় বৃদ্ধির পরেও করোনা কালে বন্ধ হওয়া সুবিধা প্রবীণ নাগরিকরা ফেরত পাচ্ছেন না কেন।