Midnapore: চাকরি খুঁজতে বের হতে হবে না রাস্তায়, বেকার যুবকদের জন্য এসেছে কর্মসংবাদ পোর্টাল

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

রূপনারায়ণ পুরের টাটা হিতাইচি প্ল্যান কর্ম সংস্থানের প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল আজ। এবার থেকেই পশ্চিম মেদিনীপুরের(Midnapore) কর্মীদের কাজের সন্ধান মিলবে সহজেই। বেকার যুবকরা হবেন এই প্রোগ্রামের জন্য যোগ্য। পোর্টালটির নাম হল কর্মসংবাদ পোর্টাল(Karmasangbad Portal)।
পোর্টালটির কী কী বৈশিষ্ট্য রয়েছে?

  1. এই পোর্টালটি শ্রম বিভাগ দ্বারা ক্রমাগত পর্যবেক্ষণ করা হবে। নিয়োগকর্তা এবং চাকরিপ্রার্থীদের জন্য এক ক্লিকেই দারুণ সমাধান দেবে এই পোর্টাল।
  2. মিথ্যা চাকরির গুজব, ছলনার হাত থেকে রেহাই পাবেন সাধারণ মানুষ। চাকরি দেওয়ার নামে অসাধু ব্যবসার অবসান ঘটবে এবং সঠিক মানুষ সঠিক চাকরি পাবেন।
  3. প্রত্যেক প্রার্থীর জন্য পুলিশ ভেরিফিকেশন করা বাধ্যতামূলক হবে এবং পুরো নিয়োগ প্রক্রিয়াটি গোপন রাখা হবে।
  4. এটি পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য প্রধান প্রকল্প যেমন উৎকর্ষ বাংলার সঙ্গে একত্রিত হয়ে পরিচালনা করা হবে।

প্রয়োজনীয় কাগজপত্র~
এই পোর্টালের একটি অংশ হতে, নিম্নলিখিত নথিগুলো প্রমাণ হিসেবে নিজের কাছে রেখে দেবেন।

আধার কার্ড
আবাসিক প্রমাণ
আবাসিক শংসাপত্র
প্যান কার্ড
শিক্ষাগত শংসাপত্র
রেশন কার্ড
ব্যাংক অ্যাকাউন্ট বিবরণী
পাসপোর্ট – সাইজ এর ছবি
মোবাইল নম্বর
ইমেইল আইডি

প্রসঙ্গত, এই চাকরির পোর্টালটি আপনাকে নতুন নিয়োগের বিষয়ে নিয়মিত বিজ্ঞপ্তি পাঠাবে। এটি আপনাকে আপনার পছন্দসই চাকরির পাওয়ার কোনও সুযোগ মিস না করতে সহায়তা করবে এবং আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।

আরও পড়ুনঃ মাত্র ২৪০ টাকায় ড্রাইভিং লাইসেন্স, মেদিনীপুরে হচ্ছে লাইসেন্স মেলা

আজ, 8 অগস্ট, বৃহস্পতিবার, কর্মসংবাদ পোর্টালটি(Karmasangbad Portal) পশ্চিম মেদিনীপুরের(Midnapore) মানুষের জন্য লঞ্চ করা হয়েছে। মাননীয় এমআইসি লেবার শ্রী মলয় ঘটক, পশ্চিমবঙ্গ ভবন নির্মাণ শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান শ্রী ঋতব্রত ব্যানার্জি, শ্রী খুরশীদ আলী কাদরী ডিএম-এর উপস্থিতিতে চালু করা হয়েছে কর্মসংবাদ পোর্টাল(Karmasangbad Portal)।