Midnapore Job Fair: মেদিনীপুরে চাকরি মেলায় যুবক-যুবতীরা, পেলেন নিয়োগপত্র

Published On:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Midnapore Job Fair: পশ্চিম মেদিনীপুর (Paschim Midnapore) জেলা প্রশাসনের উদ্যোগে চাকরি মেলা অনুষ্ঠিত হল মেদিনীপুরে। মেদিনীপুরের আবাস এলাকায় গভর্মেন্ট পলিটেকনিক কলেজ প্রাঙ্গণে আয়োজিত হয়েছিল এই চাকরি মেলা (Job Fair)। এই মেলায় ৬ হাজার যুবক-যুবতীকে চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। মেলায় চাকরি পেলেন তাঁদের অনেকেই।

পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার গভর্মেন্ট পলিটেকনিক কলেজ প্রাঙ্গণে চাকরি মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ছিলেন বিধায়ক তথা মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দীনেন রায়, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) কেম্পা হোন্নাইয়া-সহ প্রশাসনের আধিকারিকরা। অংশ নিয়েছিল ১৮টি কোম্পানি।পলিটেকনিক, আইটিআই, এইচএস ভোকেশনাল, উৎকর্ষ বাংলা ট্রেনিং, ভোকেশনাল ট্রেনিং প্রাপ্ত প্রার্থীরা এই মেলায় যোগ দেন। প্রায় শতাধিক প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন নিয়োগকারীরা।

উৎকর্ষ বাংলার পশ্চিম মেদিনীপুর জেলা ইন্ডাস্ট্রি ও স্কিল ডেভলপমেন্ট বিভাগের উদ্যোগে আয়োজিত এই মেলায় যোগদানের জন্য ছিল একাধিক নিয়মাবলী। রাজ্য সরকারের ‘রোজগার সেবা পোর্টাল’ -এ গিয়ে নাম নথিবদ্ধ করানো চাকরি প্রার্থীরা এই মেলায় অংশ নেন। রেজিষ্ট্রেশন করাতে হয়েছিল চাকরিদাতাদেরও।