Midnapore Job Fair: পশ্চিম মেদিনীপুরের চাকরি মেলা, যোগ দিয়ে সরাসরি চাকরি

Published On:

Midnapore Job Fair: চাকরি মেলা অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলায় (Paschim Midnapore)। চাকরিপ্রার্থীরা যোগ দিতে পারবেন এই মেলায় (Job Fair 2025)। মেলায় উপস্থিত থাকবেন চাকরিদাতারাও। নির্দিষ্ট পদ্ধতি মেনে মেলা থেকেই চাকরিপ্রার্থীদের দেওয়া হবে নিয়োগ৷ পশ্চিম মেদিনীপুর (Paschim Midnapore) জেলায় এই চাকরি মেলা (Job Fair 2025) অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার, মেদিনীপুর সদর গভর্নমেন্ট পলিটেকনিক আবাস, বীজ ভবনের সন্নিকটে।

সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসকের তরফে জারি হয়েছে বিজ্ঞপ্তি। আগামী ১৮ ফেব্রুয়ারি মেদিনীপুরে সংগঠিত হবে চাকরি মেলা। পলিটেকনিক, আইটিআই, এইচএস ভোকেশনাল, উৎকর্ষ বাংলা ট্রেনিং, ভোকেশনাল ট্রেনিং প্রাপ্ত প্রার্থীরা এই মেলায় যোগ দিতে পারবেন। চাকরিপ্রার্থীদের পাশাপাশি মেলায় উপস্থিত থাকবেন বিভিন্ন শিল্প ও অন্যান্য ক্ষেত্রের প্রতিনিধি এবং চাকরিদাতারা৷ সরাসরি মেলা থেকেই পদ্ধতি মেনে নির্বাচিত প্রার্থীরা পাবেন চাকরি।

উৎকর্ষ বাংলার পশ্চিম মেদিনীপুর জেলা ইন্ডাস্ট্রি ও স্কিল ডেভলপমেন্ট বিভাগের উদ্যোগে আয়োজিত হতে চলা এই মেলায় যোগ দিতে হলে প্রার্থীদের একটি কাজ করতে হবে। রাজ্য সরকারের ‘রোজগার সেবা পোর্টাল’ -এ গিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নিজের নাম চাকরিপ্রার্থী হিসাবে নথিভুক্ত করতে হবে। চাকরিদাতাদেরও ঐ সময়ের মধ্যে ফাঁকা পদ সংক্রান্ত তথ্য একই ওয়েবসাইটে নথিভুক্ত করতে হবে। এই পোর্টালে নথিভুক্তিকরণ ছাড়া কোনও চাকরিপ্রার্থী বা চাকরিদাতা ‘চাকরি মেলা’য় যোগ দিতে পারবেন না।