Midnapore Jhargram: মোমের আলোয় রাত দখল! বিচারের দাবিতে প্রতিবাদী মেদিনীপুর ও ঝাড়গ্রাম

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

মোমের আলোয় রাত দখল দেখলো মেদিনীপুর ও ঝাড়গ্রাম (Midnapore Jhargram)। জুনিয়র চিকিৎসকদের ডাকে আরজি করের ঘটনার বিচার চেয়ে ডাকা “বিচার পেতে আলোর পথে” হাঁটলেন মেদিনীপুরের শিল্পী, কবি, লেখক থেকে নাগরিক সমাজ। অভিজিৎ সিং এর গাওয়া “আর কবে” গানে গলা মিলিয়ে প্রতিবাদ জানালেন প্রতিবাদী জনগণ। একযোগে জানালেন সুবিচারের দাবি।

আরজি কর মেডিক্যাল কলেজের নারকীয় ঘটনার প্রতিবাদে “বিচার পেতে আলোর পথে” প্রতিবাদের ডাক দিয়েছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা৷ বুধবার রাতে সেই প্রতিবাদে সারা রাজ্যের মতোই সামিল হল মেদিনীপুর শহরও। রাত নয়টা নাগাদ মেদিনীপুরের পঞ্চুরচক সংলগ্ন মেদিনীপুর কলেজ কলেজিয়েট রোডে জমায়েত করেন অসংখ্য মেদিনীপুরবাসী। রাস্তা জুড়ে রং তুলিতে আঁকা হয় প্রতিবাদ। জ্বালানো হয় মোমের আলো। সেই জমায়েত হাতে আলো নিয়ে মিছিল করে মেদিনীপুর শহর পরিক্রমা করে। গান্ধী মূর্তির পাদদেশে সম্মিলিত কন্ঠে প্রতিধ্বনিত হয় প্রতিবাদের গান “আর কবে আর কবে”! মানববন্ধন করে সংগঠিত ভাবে প্রতিবাদ ও সুবিচারের দাবি জানিয়ে বার্তা দেন উপস্থিত জনতা৷

অন্যদিকে আরজি করের ঘটনার প্রতিবাদে অভূতপূর্ব রাতের প্রতিবাদ দেখলো ঝাড়গ্রাম শহরও। এইদিন রাত ন’টা নাগাদ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) ঝাড়গ্রাম শাখার উদ্যোগে আইএমএ ভবন থেকে চিকিৎসকদের মিছিল শুরু হয়। মিছিলে যোগ দেন সর্বস্তরের মানুষ। মিছিলটি পাঁচ মাথার মোড়ে আসার পর সেখানে আরও বহু মানুষ জমায়েত হন। পাঁচমাথার মোড়ে মোমবাতি প্রজ্জ্বলনের পর বিচারের দাবিতে সরব হন চিকিৎসকরা। পরে চিকিৎসক সংগঠনটির সঙ্গে সর্বসাধারণের মিছিল পৌঁছয় শহরের উড়ালপুলে। সেখানে মানব বন্ধন করা হয়। এদিন শহর ও জেলার বিভিন্ন এলাকায় আলো নিভিয়ে প্রতীকী প্রতিবাদ করেন এলাকাবাসী। আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে ও তিলোত্তমার বিচারের দাবিতে এক হয়ে যায় কলকাতা, মেদিনীপুর, ঝাড়গ্রাম।