Midnapore Jhargram Bus: সুখবর মেদিনীপুর ও ঝাড়গ্রামবাসীর জন্য, চালু হচ্ছে একাধিক বাসরুট

Published On:

Midnapore Jhargram Bus: নতুন বছর শুরু আগেই সুখবর মেদিনীপুর ও ঝাড়গ্রামবাসীর জন্য। সূত্রের খবর, পূর্ব, পশ্চিম মেদিনীপুর (Paschim Midnapore) এবং ঝাড়গ্রাম মিলিয়ে নতুন ১৫টি বাসরুট শুরু হতে চলেছে। এই রুটগুলিতে বাস চলাচল শুরু হবে শীঘ্রই। ইতিমধ্যে বাস চালু করতে ইচ্ছুক বাসমালিকদের কাছে আবেদন চাওয়া হয়েছে। নতুন এই রুটগুলিতে বাস পরিষেবা (Midnapore Jhargram Bus) চালু হলে উপকৃত হবেন মেদিনীপুর (Midnapore) ও ঝাড়গ্রামের (Jhargram) অসংখ্য মানুষ।

সূত্রে খবর, নতুন চালু হতে চলা বাসরুটগুলি হল-
পশ্চিম মেদিনীপুর
১. মলিঘাটী থেকে বালিচক। ভায়া গোলগ্রাম, লোয়াদা, আষাড়ি, ডেবরা।
২. ত্রিলোচনপুর থেকে বালিচক। ভায়া গোলগ্রাম, লোয়াদা, আষাড়ি, ডেবরা।
৩. রসকুণ্ডু থেকে গুইয়াদহ। ভায়া খড়কুশমা, গড়বেতা, চন্দ্রকোনা রোড, মেদিনীপুর।
৪. উড়ামি থেকে মেদিনীপুর। ভায়া জয়পুর, আনন্দপুর।
৫. আমলাশুলি থেকে মেদিনীপুর। ভায়া পাথরপাড়া গোয়ালতোড়, সিজুয়া, শালবনি, গোদাপিয়াশাল।
৬. ডেবরা থেকে ময়না। ভায়া মুণ্ডুমারি, পিংলা, জলচক, বলাইপণ্ডা।
৭. মঙ্গলামাড়ো থেকে মেদিনীপুর। ভায়া পটাশপুর, দশগ্রাম, পোক্তাপোল, বাখরাবাদ, নারায়ণগড়, মকরামপুর, বেনাপুর, খড়গপুর।
৮. ত্রিলোচনপুর থেকে বেলপাহাড়ি। ভায়া লোয়াদা, আষাড়ি, ডেবরা, মেদিনীপুর, খড়গপুর, চৌরঙ্গি, লোধাশুলি, ফেকোঘাট, চিচিড়া, পড়িহাটি।

ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর
৯. ঘাটাল থেকে ঝাড়গ্রাম। ভায়া ক্ষীরপাই, চন্দ্রকোনা টাউন, কেশপুর, ধর্মা, মেদিনীপুর, খড়গপুর, গুপ্তমণি, লোধাশুলি।
১০. সোনাকোনিয়া থেকে কাঁথি। ভায়া দাঁতন, বেলদা, এগরা।
১১. বুড়িপাল থেকে বাঁকুড়া। ভায়া নয়াগ্রাম, মেদিনীপুর, পিঁড়াকাটা, গোয়ালতোড়, সারেঙ্গা, সিমলাপাল, তালড্যাংরা, রতনপুর।
১২. আমলাশুলি থেকে মেদিনীপুর, ভায়া মাকলি, বুলানপুর, গোয়ালতোড়, সিজুয়া, শালবনি, গোদাপিয়াশাল।
১৩. পলাইডাঙ্গা থেকে কর্ণগড়। ভায়া দহিচক, রোহিনী, কুলটিকরি, কেরিয়াপাতা, গুপ্তমণি, নিমপুরা, খড়গপুর, মেদিনীপুর।
১৪. হলদিয়া থেকে হুমগড়। ভায়া মহিষাদল, তমলুক, মেছেদা, মেদিনীপুর, চন্দ্রকোনা রোড, গড়বেতা।
১৫. পিঁড়াকাটা থেকে বাঁকুড়া, ভায়া সিজুয়া, গোয়ালতোড়, বুলানপুর, পাথরপাড়া, মাকলি, কলাবতী, হুমগড়, আমলাশুলি, সিমলাপাল, তালড্যাংরা।

পশ্চিম মেদিনীপুর জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে জানা গিয়েছে, নতুন বাসরুটে পরিষেবার জন্য বাসমালিকদের কাছে আবেদনপত্র চাওয়া হয়েছিল। বেশকিছু আবেদন জমা পড়েছে। তবে বাসমালিকদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাসের ভাড়া বাড়ানো হয়নি। লোকসানের কারণে অনেক বাস বন্ধ হয়ে যাওয়ার মুখে৷ এই পরিস্থিতিতে নতুন বাস কিনে কতজন মালিক রুটে নামাতে চাইবেন তা যথেষ্ট প্রশ্নবাচক।