Midnapore Indian Idol: মেদিনীপুরের ছেলে মাতাচ্ছে ইন্ডিয়ান আইডলের মঞ্চ! গলি থেকে রাজপথে শুভজিতের গল্প

Published On:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Midnapore Indian Idol: মেদিনীপুরের ছেলে মাতাচ্ছে ইন্ডিয়ান আইডলের মঞ্চ। মুগ্ধ শ্রেয়া ঘোষাল, বিশাল দদলানি, বাদশা! পশ্চিম মেদিনীপুরের (Paschim Midnapore) প্রত্যন্ত গ্রামের গানের গৃহশিক্ষকের ছেলে সেই শুভজিৎ চক্রবর্তীর (Subhajit Chakraborty) কন্ঠে মুগ্ধ আসমুদ্রহিমাচল! এখন তাকে ঘিরে স্বপ্ন দেখছে সমগ্র পশ্চিম মেদিনীপুর (Midnapore) তথা বাংলা।

খড়গপুর গ্রামীণের প্রত্যন্ত চাঙ্গুয়াল গ্রামের বাসিন্দা বছর পঁচিশের শুভজিতের শুরুটা দারিদ্রের সাথে লড়াই করেই। ছোট্ট অ্যাসবেসটরসে ছাওয়া একতলা মাটির বাড়ি। ছিটেবেড়ার দেওয়াল। বর্ষার বৃষ্টিতে ছাদ থেকে জলও পড়ে। নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে আসা শুভজিতের বাবা কৃষ্ণদাস চক্রবর্তী গানের গৃহশিক্ষক। মা বন্দিতা চক্রবর্তী গৃহবধূ। এককালে তাঁরা দু’জনেই যুক্ত ছিলেন যাত্রাপালার সঙ্গে। বাবা মায়ের সাহচর্যেই শুভজিতের গানের প্রতি আকর্ষণ। প্রাথমিক তালিম বাবার কাছে। তাঁর হাত ধরে শৈশব থেকেই মঞ্চে গান গাওয়া। বাবার কাছে আধুনিক গানের সঙ্গে শুভজিৎ তালিম নেন লোকসঙ্গীতের। বাবার তৈরি বাউল গানের দলের সঙ্গে নিয়মিত গাইতেন। কিন্তু পরিবারে আর্থিক অনটন ছিল নিত্য সঙ্গী।

1000010167

শুভজিতের বাড়ি

করোনাকালে দীর্ঘসময় গানের কোনও টিউশন ছিল না অভিজিতের বাবার কাছে। তাও হার মানেনি চক্রবর্তী পরিবার। সকলে মিলে শুরু করেন পানের দোকান। মায়ের সঙ্গে অভিজিৎও বসতেন পানের দোকানে। পান বিক্রির সঙ্গে গলা ছেড়ে গান ধরতেন। পানের দোকানে বসে গান শোনানো সেই ছেলেটি এখন সর্বভারতীয় ইন্ডিয়ান আইডলের মঞ্চে গান শোনাচ্ছে গোটা দেশকে। বিখ্যাত রিয়্যালিটি শোয়ের শেষ ১৫ জনের তালিকায় উঠে এসেছে সে। তার সুরে মুগ্ধ প্রতিযোগিতার বিচারকেরাও। এখন ঘরের ছেলে শুভজিতের মাথায় ভারতসেরার শিরোপা দেখার আশায় স্বপ্ন বুনছে পশ্চিম মেদিনীপুর।