চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Midnapore: দরজা খুলতেই উদ্ধার হল গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ! কানে তখনও হেডফোন! পশ্চিম মেদিনীপুরের (Paschim Midnapore) ঘটনায় ঘনাচ্ছে রহস্য! প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘটনাটি আত্মহত্যা। কিন্তু আত্মহত্যার কারণ খুঁজে পাচ্ছেন না গৃহবধূর পুলিশে কর্মরত স্বামী ও পরিজনেরা।
মৃতা গৃহবধূর নাম ডলি পাত্র (৩২)। গৃহবধূর শ্বশুরবাড়ি কেশিয়াড়ি ব্লকের বেলুট গ্রামে। তিনি আমতলা এলাকায় একটি ভাড়াবাড়িতে থাকতেন। তাঁর স্বামী পুলিশ কর্মী, পশ্চিম মেদিনীপুরেরই একটি এলাকায় কর্মরত তিনি। দম্পতির দুই সন্তান। তারা যথাক্রমে অষ্টম ও চতুর্থ শ্রেণির পড়ুয়া। শনিবার সকালে তাঁর দুই সন্তান স্কুলে যাওয়ার জন্য ডাকাডাকি করতে এসে মায়ের ঘরের দরজা বন্ধ দেখে। ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় প্রতিবেশীদের ডাকা। তাঁরাও এসে কোনও সাড়া না পাওয়ায় পরিজনদের খবর দেওয়া হয়। এরপর দরজা ভেঙে মেলে গৃহবধূর ঝুলন্ত দেহ। খবর পেয়ে কেশিয়াড়ি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।
ঐ গৃহবধূ একটি জনপ্রিয় খাদ্য পণ্য বিক্রির প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সঙ্গে সমাজমাধ্যমেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি। নিয়মিত যোগ ব্যায়াম ও শরীরচর্চার ভিডিও ছবি সেখানে আপলোড করতেন। স্বামীর সঙ্গেও অশান্তির কোনও কারণ ঘটেনি। তাঁর আত্মহত্যার কারণ কী তা নিয়েই তৈরি হয়েছে রহস্য।