রাতে হোস্টেলের খাবার খেয়ে চরম দুর্ভোগে মেদিনীপুরের (Midnapore) ছাত্রছাত্রীরা। বমি, পায়খানা ও পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর (Paschim Midnapore) জেলার কোতোয়ালী থানার তেল্যা বিদ্যাসাগর বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের হোস্টেলে। মেদিনীপুরের (Midnapore) ঐ স্কুলের হোস্টেলের ঘটনায় অভিযোগের আঙুল রাঁধুনীর দিকে৷ বাসি তরকারী খাওয়ানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে অসুস্থতা বোধ করতে শুরু করে পশ্চিম মেদিনীপুর জেলার কোতোয়ালী থানার তেল্যা বিদ্যাসাগর বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের হোস্টেলের আবাসিক ছাত্রছাত্রীরা। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শুরু হয় বমি, পায়খানা ও পেটের যন্ত্রনা। স্কুল থেকে প্রায় ৪০/৫০ জন অসুস্থ ছাত্রছাত্রীকে নিয়ে আসা হয় পাঁচখুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। চিকিৎসার পর আপাতত সুস্থ ছাত্রছাত্রীরা।
এই ঘটনায় অভিযোগ হোস্টেলের রাঁধুনীর দিকে। ছাত্রদের বক্তব্য, বৃহস্পতিবার রাতে দুপুরের নষ্ট হয়ে যাওয়া তরকারি তাদের খাওয়ানো হয়েছিল। স্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্র অভিযোগ জানায়, দুপুর নষ্ট হয়ে যাওয়া তরকারী রাতে গরম ডালের সাথে তাদের পরিবেশন করা হয়েছিল৷ তা বুঝতে না পেরে খেয়ে নেয়। তারপর সকাল থেকে তারা অসুস্থ বোধ করতে শুরু করলে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। স্কুলের প্রধান শিক্ষক এই অভিযোগ প্রসঙ্গে জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানিয়েছেন, ৬ জন ছাত্র বাদে বাকিদের প্রাথমিক চিকিৎসার পর স্বাস্থ্যকেন্দ্র থেকে ছেড়ে দেওয়া হয়েছে।