চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Midnapore Golden Jagadhatri: মেদিনীপুরে (Midnapore) সোনার সাজে মন্ডিত জগদ্ধাত্রী! ৪০ কেজি সোনার গহনায় সাজানো হয়েছে মেদিনীপুরে (Midnapore) নান্নুরচক এলাকার একতা সংঘের প্রতিমাকে (Golden Jagadhatri)। মণ্ডপ তৈরি করা হয়েছে কেদারনাথ মন্দিরের আদলে। প্রতিমা (Golden Jagadhatri) চাক্ষুষ করতে মণ্ডপে ঢল নেমেছে মেদিনীপুরবাসীর। প্রতিমায় সজ্জিত সোনার গহনা সুরক্ষিত রাখতে মণ্ডপে মোতায়েন করা হয়েছে নিরাপত্তারক্ষী, সশস্ত্র পুলিশকর্মী। রয়েছে সিসিটিভি ক্যামেরার নজরদারিও।
জগদ্ধাত্রী পূজোকে কেন্দ্র করে মেদিনীপুরে এই বছর সোনার প্রতিযোগিতা। সৌজন্যে মেদিনীপুরের নানুর চক এলাকার একতা সংঘ এবং ক্ষুদিরামনগরে ‘আবির্ভাব’-এর পুজো। আবির্ভাবের পুজোয় দেবী প্রতিমাকে এই বছর সাজানো হয়েছে সেনকো গোল্ডের ২০ কেজি অপরূপ সোনার গয়নায়। সাবেকি চালের প্রতিমার উপর সোনার গহনার সাজ এই বছর আবির্ভাবের পুজোর মূল আকর্ষণ। মন্ডপ তৈরি হয়েছে হস্তিনাপুরের রাজবাড়ির আদলে। অন্যদিকে নান্নুরচক এলাকার একতা সংঘের দেবী প্রতিমা সজ্জিত হয়েছেন ৪০ কেজি সোনায়। মণ্ডপ তৈরি হয়েছে কেদারনাথ মন্দিরের আদলে। নিজেদের ২৫তম বর্ষের পুজোকে আরও আকর্ষণীয় করে তুলতে একতা সংঘের এই বিশেষ উদ্যোগ।
মন্ডপের উল্টো দিকেই একটি বিখ্যাত সোনার বিপনি সংস্থার শোরুম। সেই সংস্থার তরফেই এই বিপুল পরিমাণ গহনায় সাজানো হয়েছে প্রতিমা। মেদিনীপুরে এইরূপ বিপুল সোনার গহনায় প্রতিমা সজ্জা এই প্রথম। এর জন্য দুই পুজো কমিটির তরফেই পুলিশ ও প্রশাসনের বিশেষ অনুমতি নেওয়া হয়েছে। করা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা। সশস্ত্র পুলিশ কর্মী ও বিপনি সংস্থার নিরাপত্তারক্ষীরা ছাড়াও রয়েছে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা। ২৪ ঘন্টা চলছে নজরদারি। রয়েছেন পুজো কমিটির বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনীও। সোনায় সাজানো প্রতিমা দেখতে মণ্ডপে ঢল নেমেছে দর্শনার্থীদের। সব মিলিয়ে এই বছর মেদিনীপুরে জমজমাট জগদ্ধাত্রী পুজো।