Midnapore: সোনার জগদ্ধাত্রী মেদিনীপুরে, দর্শনার্থীদের ঢল মণ্ডপে

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Midnapore: মেদিনীপুরে এই বছর সোনার জগদ্ধাত্রী! দেবী প্রতিমা সোনার (Gold Jagadhatri) সাজে সেজে উঠেছে ক্ষুদিরামনগরে ‘আবির্ভাব’ এর পুজোয়। গতকাল বৃহস্পতিবার উদ্বোধন হলো এই পুজোর। অভিনব প্রতিমার সাজ দেখতে ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন মেদিনীপুরবাসী (Midnapore)। জগদ্ধাত্রী পুজোয় (Jagadhatri)মেদিনীপুরের দর্শনার্থীদের জন্য অভিনবত্ব হাজির করতেই পুজো কমিটির এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

প্রতিবছরই জগদ্ধাত্রী পুজোয় আলাদা আকর্ষণ থাকে মেদিনীপুরের ক্ষুদিরামনগরের আবির্ভাবে পুজোর। যদিও বিগত কয়েক বছরে জেলা শহরে জগদ্ধাত্রী পূজার সংখ্যা বেড়েছে, দর্শনার্থীদের আকর্ষণ করতে মন্ডপ থেকে প্রতিমা সর্বত্র থাকে অভিনবত্বের ছোঁয়া। কিন্তু আবির্ভাবের পূজো কোথাও গিয়ে আলাদা। এই বছরও তার ব্যতিক্রম নয়। তাদের পুজোয় দেবী প্রতিমাকে এই বছর সাজানো হয়েছে সেনকো গোল্ডের ২০ কেজি অপরূপ সোনার গয়নায়। সাবেকি চালের প্রতিমার ওপর সোনার গহনার সাজ এই বছর আবির্ভাবের পুজোর মূল আকর্ষণ। মন্ডপ তৈরি হয়েছে হস্তিনাপুরের রাজবাড়ির আদলে।

এইবারে আবির্ভাবের পুজোর ১৫তম বর্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় পুজোর উদ্বোধন হল। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, মেদিনীপুরের পুরপ্রধান সৌমেন খান, বিধায়ক দীনেন রায় প্রমুখরা। সাবেকি চালের প্রতিমার সঙ্গে সোনার গহনার সাজ মেদিনীপুরবাসীদের পুজো মন্ডপে আকর্ষণ করবে বলে আশা করছেন পুজোর উদ্যোক্তারা।