Midnapore Ghatal: পশ্চিম মেদিনীপুরের ঘাটালে (Midnapore Ghatal) স্বাস্থ্য পরিষেবার উদ্বোধন নিয়ে ঘোরতর অভিযোগ আনলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ! সেই অভিযোগ খোদ নিজের দলেরই সাংসদ দেব তথা দীপক অধিকারীর বিরুদ্ধে। অভিযোগ আবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের দ্বিতীয়বার নাকি উদ্বোধন করেছেন সাংসদ দেব। উদ্বোধকের নাম বদলে হয়ে গেছে দেব! নিজের দলেরই সাংসদের উদ্দেশ্যে কুণাল ঘোষের এই অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।
চলতি বছরের মার্চ মাসে ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষের অভিযোগ, গত ৪ সেপ্টেম্বর নাকি পুনরায় সেই ইউনিটের উদ্বোধন হয়েছে। সেই সঙ্গে উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রীর নাম সরিয়ে নাকি সেখানে বসানো হয়েছে তৃণমূলেরই সাংসদ অভিনেতা দেবের নাম, এমনটাই অভিযোগ কুণালের। এই নিয়ে এক্স হ্যান্ডেলে টুইট করে নিজের দলেরই সাংসদ দেবকে তীব্র কটাক্ষ করেছেন কুণাল।
নিজের এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লিখেছেন, “ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, ১২ মার্চ, ভার্চুয়ালি। স্থানীয় কর্তাব্যক্তিরাও ছিলেন। এবার ৪ সেপ্টেম্বর ঐ একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রীর নাম পাল্টে সাংসদের।” এরপরেই দেবকে কুণালের কটাক্ষ, “সুপারস্টার একেই বলে। এলাকার মানুষ তো অবাক! অভিনন্দন দেব!” কুণালের এই পোস্টের পরেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।