Midnapore: ফের প্লাবিত ঘাটাল, দুর্ভোগ শিলাবতীর জল বৃদ্ধিতে

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
ফের প্লাবিত পশ্চিম মেদিনীপুরের (Midnapore) ঘাটাল (Ghatal)। শিলাবতী নদীর বৃদ্ধি পাওয়া জলে দুর্ভোগ বাড়ছে ঘাটালবাসীর। সেই জলে প্লাবিত হয়েছে ঘাটাল পুরসভার ৩ নম্বর ওয়ার্ড। জল ঢুকেছে ঘাটাল পুরসভার ৫, ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের বহু এলাকাতেও।

মাস খানেক আগেই অতিবর্ষণ ও ঝাড়খণ্ড থেকে ছাড়া জলে প্লাবিত হয়েছিল ঘাটাল। ঝুমি, শিলাবতী, রূপনারায়ণ নদীর জলস্তর বৃদ্ধি পায়। একাধিক জায়গায় অস্থায়ী সেতু ভেঙে যায়। ঝুমি নদীর ওপরে যে সমস্ত সেতু রয়েছে, তার মধ্যে ১২টি কাঠের সেতু জলের তোড়ে ভেসে যায়। ঘাটাল মহকুমার মনসুকা ১,২ ও গড়প্রতাপপুর এলাকার মানুষ জলবন্দি হয়ে পড়েন। স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে। সেই জল কমতে না কমতেই ফের নিম্নচাপ ও বৃষ্টির জেরে ঘাটালে ফের বন্যা পরিস্থিতি।

বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে এই বছর দূর্বা, চটি, গোমরাই-সহ বেশ কয়েকটি খালের সংস্কার করা হয়েছে। বর্ষার ঠিক আগে চন্দ্রেশ্বর এবং শালটোপা খাল দু’টিরও সংস্কার করে সেচ দফতর। ফলে বৃষ্টিপাতের আঙ্গিকে এইবছর বন্যার তীব্রতা কিছুটা হলেও কম বলে অভিমত সংশ্লিষ্ট মহলের। অন্যদিকে বারবার কেন্দ্রের কাছে দরবারের পরেও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সুরাহা না হওয়ায় রাজ্য নিজেই তা বাস্তবায়িত করবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মাসে ঘাটালে এসে সাংসদ দেব জানিয়েছিলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এগোচ্ছে। জমি পরিমাপের কাজ শেষ এবং জমি অধিগ্রহণের কাজ শুরু হবে বলেও জানিয়েছিলেন তিনি। এই প্ল্যান বাস্তবায়নের স্বপ্নই এখন ঘাটালবাসীর আশার আলো।