Midnapore: মেদিনীপুরের সাফল্য এলআইসি-র ক্রীড়া প্রতিযোগিতায়

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

মেদিনীপুরের (Midnapore) সাফল্য এলো দোলন খিলার হাত ধরে। এলআইসি-র ইস্টার্ন জোনাল অ্যাথলেটিক সিলেকশন ট্রায়ালে ডিশকাস থ্রোয়ে প্রথম ও শট পুটে তৃতীয় হয়েছেন এলআইসি-র মেদিনীপুর শাখায় অ্যাসিস্ট্যান্ট হিসাবে কর্মরত দোলন খিলা। তিনি মেদিনীপুর শাখা থেকে খড়গপুর ব্রাঞ্চের প্রতিনিধিত্ব করেন এলআইসি-র ইস্টার্ন জোনাল অ্যাথলেটিক সিলেকশন ট্রায়ালে।

লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা এলআইসি-র ইস্টার্ন জোনাল অ্যাথলেটিক সিলেকশন ট্রায়াল ২০২৪-২৫ অনুষ্ঠিত হল আসামের গুয়াহাটির সারুসাজাই স্পোর্টস কমপ্লেক্সে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে। সেখানে অংশগ্রহণ করেন এলআইসি-র ইস্টার্ন জোনের ১০টি ডিভিশনের ৩২ জন প্রতিযোগী। খড়গপুর ডিভিশনের তরফে একমাত্র প্রতিযোগী হিসাবে অংশ নেন দোলন খিলা।

মেদিনীপুর শাখায় অ্যাসিস্ট্যান্ট হিসাবে কর্মরত দোলন, এলআইসি ইস্টার্ন জোনে ডিশকাস থ্রোয়ে প্রথম ও শট পুটে তৃতীয় হয়ে খড়গপুর ডিভিশনের হয়ে পোডিয়াম পেয়েছেন। এরপর রাজস্থানের জয়পুরে হতে চলা অল ইন্ডিয়া এলআইসি গেমসে তিনি ইস্টার্ন জোনের প্রতিনিধিত্ব করবেন।