Midnapore Election: সোমবার সুজয় হাজরার শপথ, নতুন বিধায়কদের শপথ পাঠ করাবেন রাজ্যপাল

Published On:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Midnapore Election: আগামী সোমবার শপথ নিতে চলেছেন মেদিনীপুরের (Midnapore) নতুন বিধায়ক সুজয় হাজরা (Sujoy Hajra)। সুজয়ের সহ ঐদিন শপথ নেবেন রাজ্যের উপ-নির্বাচনে নবনির্বাচিত মোট ৬ জন বিধায়ক। তাৎপর্যপূর্ণ ভাবে তাঁদের শপথবাক্য পাঠ করানোর সম্ভাবনা রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose)। এজন্য ২ ডিসেম্বর বিধানসভায় উপস্থিত হবেন তিনি।  উপস্থিত থাকার সম্ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Mamata Banerjee)।

বিগত সময়ে রাজ্য সরকারের সঙ্গে সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না রাজ্যপাল বোসের। বিধানসভা নির্বাচনের পর শপথবাক্য পাঠ নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছিল। এছাড়াও বিভিন্ন সময়ে একাধিক ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকারের সমালোচনা করে মন্তব্য করেছেন তিনি। যা একেবারেই সহজ ভাবে নেয়নি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনকি রাজ্যপালকে সরাসরি আক্রমণও করেছে তারা। সেই পরিস্থিতিতে বিধানসভায় গিয়ে নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর ব্যাপারে রাজ্যপালের আগ্রহ প্রকাশ তাৎপর্যপূর্ণ বটে।

সদ্যই রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। ২৩ নভেম্বর ফল প্রকাশ হয়। মেদিনীপুর সহ ৬টি বিধানসভা কেন্দ্রেই বিপুল জয় পেয়েছে তৃণমূল। আগামী সোমবার অর্থাৎ ২ ডিসেম্বর বেলা ১১টা নাগাদ ছয় বিধায়কের শপথ হবে বিধানসভায়। চলতি শীতকালীন অধিবেশনেই তাঁদের শপথপর্ব সম্পন্ন হওয়ার সম্ভাবনা ছিল। ফলপ্রকাশের পরেই বিধানসভার তরফে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও গত শুক্রবার পরিষদীয় দলের তরফেও  রাজ্যপাল সিভি আনন্দ বোসকে এই বিষয়ে অবগত করা হয়। সূত্রের খবর, এবারে নিজেই বিধানসভায় উপস্থিত হয়ে নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর বিষয়ে আগ্রহ পকাশ করেন তিনি।