Midnapore: এক বছরে ১০ লক্ষ টাকা জলে! এগরায় তীব্র বিতর্ক

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
এক বছর না যেতেই পূর্ব মেদিনীপুরে (Midnapore) প্রায় ১০ লক্ষ টাকা জলে। পূর্ব মেদিনীপুর (Midnapore) জেলার এগরা ১ ব্লকের বিডিও অফিসে ভেঙে পড়লো নতুন তৈরী হওয়া কংক্রিটের গার্ডওয়ালের একাংশ। উঠেছে, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ। সেই সঙ্গে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগও উঠেছে।

জানা গিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনে বরাদ্দ প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে এগরা ১ ব্লকের বিডিও অফিসে একটি কংক্রিটের গার্ডওয়াল নির্মিত হয়। সম্প্রতি নবনির্মিত সেই গার্ডওয়ালের একাংশ ভেঙে পড়ে। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে বিরোধীদের অভিযোগ, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি ঠিকাদারের কাছ থেকে কাটমানি নিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা রাজনীতিতে ক্রমশ তৈরি হচ্ছে বিতর্ক।

অন্যদিকে এই প্রসঙ্গে এগরা ১ ব্লক ঠিকাদার অ্যাসোসিয়েশনের সম্পাদক শেখ মুক্তাজল জানিয়েছেন, অভিযুক্ত ঠিকাদার অ্যাসোসিয়েশনের কথা মেনে চলতো না, নিজের মতো কাজ করতো। অভিযুক্ত ঠিকাদার সুকুমার নায়কও ঘটনা সম্পর্কে মন্তব্য করতে চাননি। এগরা ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত্য চক্রবর্তী জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বিরোধীদের দাবি নস্যাৎ করে প্রাকৃতিক বিপর্যয়কে দায়ী করেছেন।প্রচন্ড বৃষ্টিতে ধস নামার ফলে গার্ড ওয়ালের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় নির্মাণ করানো যায় কিনা খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।