চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Midnapore: শনিবার দুপুরে তিনি বিজেপি (BJP), সন্ধ্যায় দলবদলে ফের তৃণমূল (TMC)! একই দিনে দু’বার দলবদল করলেন শালবনীর (Salboni) শ্যামলী সিং সহ তাঁর পরিবারের সদস্যরা। দিলীপ ঘোষ এবং মেদিনীপুর (Midnapore) বিধানসভা উপনির্বাচনের (By Election 2024) প্রার্থী শুভজিৎ রায়ের উপস্থিতিতে শনিবার দুপুরে বিজেপি (BJP) যোগদান করার পরেই ভোলবদল। সন্ধ্যায় তৃণমূলের (TMC) পথসভাতে ফের জোড়াফুলের পতাকা হাতে তুলে নেন শ্যামলী। মেদিনীপুরে আসন্ন উপ-নির্বাচনের আগে এই দলবদলের টানাটানিতে স্পষ্ট, বিপক্ষকে ভোটের আগে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দুই দলই।
শনিবার দুপুরে মেদিনীপুর বিধানসভার অধীন শালবনী ব্লকের ৯নং কাশীজোড়া অঞ্চলের দেউলকুন্ডাতে প্রচারে এসেছিলেন দিলীপ ঘোষ। উপস্থিত ছিল উপ-নির্বাচনে মেদিনীপুরের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ও। সেখানে শ্যামলী সিং, তাঁর পরিবার বিজেপির পতাকা হাতে নিয়ে বিজেপিতে যোগদানের ঘোষণা করেন। কিন্তু সন্ধ্যায় কাশীজোড়া অঞ্চলের পারুলিয়াতে অনুষ্ঠিত তৃণমূলের পথসভায় ফের তৃণমূলের পতাকা হাতে নিয়ে তৃণমূলে যোগদানের ঘোষণা করেন শ্যামলী। তিনি দাবি করেন, বিজেপি তাঁকে ভুল বুঝিয়ে পতাকা হাতে ধরিয়েছিল। নিজের ভুল বুঝতে পেরে তা শোধরাতে তিনি নিজেই তৃণমূলে ফিরে এসেছেন। সেই সময় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ প্রমুখরা।
ঘটনার প্রেক্ষিতে একে অপরকে দোষারোপ করেছে বিজেপি ও তৃণমূল। বিজেপির দাবি, শ্যামলী সিং কাশীজোড়া অঞ্চলের সক্রিয় বিজেপি কর্মী ছিলেন। পরে তাঁকে ভুল বুঝিয়ে তৃণমূল দলে নিয়ে গিয়েছিল। শ্যামলী নিজেই শনিবার দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপিতে প্রত্যাবর্তন করতে চান। অন্যদিকে তৃণমূলের দাবি, শ্যামলী বরাবর তৃণমূল কর্মী। দিলীপ ঘোষ যখন কাশীজোড়া অঞ্চলের দেউলকুন্ডা গ্রামে প্রচারে এসেছিলেন, সেই সময় মাঠে কাজ সেরে বাড়ি ফিরছিলেন শ্যামলী সিং। বিজেপির মিছিলের সময় তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। সেই সময়ের বিজেপি নেতাকর্মীরা তাঁকে এবং তাঁর পরিবারকে ডেকে হাতে বিজেপির পতাকা ধরিয়ে বিজেপিতে যোগদানের ঘোষণা করে দেন। দলবদলকে কেন্দ্র করে অভিযোগ ও পাল্টা অভিযোগে উপ-নির্বাচনের আগে সরগরম মেদিনীপুরের রাজনৈতিকমহল।