Midnapore: ডেঙ্গিতে মৃত্যু ঘাটালে! চিন্তা বাড়ছে স্বাস্থ্য দফতরের

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

পশ্চিম মেদিনীপুরে (Midnapore) ডেঙ্গিতে মৃত্যু। রবিবার পশ্চিম মেদিনীপুরের (Midnapore) ঘাটালের সুলতানপুরে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর সূত্রের। ইতিমধ্যে জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তার নির্দেশে বিশেষ টিম গঠন করে সেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় ব্লক স্বাস্থ্য অধিকর্তাদের সতর্ক করার পাশাপাশি এলাকায় পাঠানো হয়েছে মেডিক্যাল টিম। অন্যদিকে মেদিনীপুর (Midnapore) জুড়ে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। যা চিন্তায় ফেলেছে জেলা স্বাস্থ্য দফতরকে।

মেদিনীপুরে (Midnapore) প্রকোপ বাড়ছে ডেঙ্গির। বর্ষার সঙ্গে মেদিনীপুরে (Midnapore) ডেঙ্গির আগমন প্রতি বছরের মতোই ঘটেছে। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর (Midnapore) জেলায় সক্রিয় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১২০ জনেরও বেশি। গত জুলাই মাসে ডেঙ্গি পজিটিভিটির ভার ১% ছিল। কিন্তু চলতি মাসের বৃদ্ধি পেয়ে ৭% হয়েছে। যা কপালে ভাঁজ ফেলেছে জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকদের। রবিবার ঘাটালের সুলতানপুরে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঐ ব্যক্তিকে প্রথমে ঘাটাল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে একাধিক হাসপাতাল ঘুরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে মৃত্যু ঘটে। এর পরেই জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা সৌম্য শংকর ষড়ঙ্গীর নির্দেশে বিশেষ তদন্ত কমিটি গঠন করে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এলাকার ব্লক স্বাস্থ্য আধিকারিককে সতর্ক করার পাশাপাশি এলাকায় ডেঙ্গি পরিস্থিতি নজরদারির জন্য বিশেষ মেডিকেল টিম কাজ করছে।

প্রতি বছরই বর্ষার সঙ্গে মেদিনীপুরে আতঙ্ক তৈরি করে ডেঙ্গি। তাই এই বছর পুরসভার আগাম প্রস্তুতি নিয়েছে। গত বছর আগস্ট মাস থেকে শুরু হয়ে সেপ্টেম্বর মাসে ডেঙ্গির প্রকোপ সর্বাধিক বৃদ্ধি পেয়েছিল। আক্রান্তের সংখ্যা প্রায় স্পর্শ করেছিল হাজারের গণ্ডি। শহরে একাধিক ডেঙ্গি আক্রান্তের মৃত্যুও হয়েছিল। এই বছর তাই বাড়তি সতর্ক পুরসভা। সতর্ক জেলা স্বাস্থ্য দফতরও। সম্প্রতি শহরের ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনার জন্য মেদিনীপুর পুরসভায় বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। পুরসভা ও জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে শহর ও জেলা জুড়ে ডেঙ্গি সচেতনতা নিয়ে প্রচারও চলছে। স্বাস্থ্য দফতর সতর্ক বলে জানিয়েও সাধারণ মানুষজনকে সচেতন হওয়ার বার্তা দিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।