Midnapore Cup: মেদিনীপুরে শুরু হতে চলেছে ‘মেদিনীপুর কাপ’! আগামী ২১ থেকে ২৩ জানুয়ারি মেদিনীপুর শহরের (Midnapore) শ্রী অরবিন্দ স্টেডিয়ামে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা বিধায়ক সুজয় হাজরা (Sujoy Hazra)। বিগত মাসের শেষেই ঘোষিত হয়েছে এই টুর্নামেন্টের দিনক্ষণ। শীতের আমেজ গায়ে মেখে এখন ক্রিকেট উপভোগের আশায় দিন গুণছেন মেদিনীপুরবাসী।
সূচনাটা হয়েছিল ২০২১ সালে। যোগ দিয়েছিল মেদিনীপুর পৌরসভার ২৫টি ওয়ার্ড। তারপর ২০২২ ও ২০২৩ সালেও মেদিনীপুর কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই বছরও তা হতে চলেছে। প্রতি বছরের মতোই উদ্যোক্তা সুজয় হাজরা এবং বিশ্বনাথ পাণ্ডব। যদিও বিধায়ক সুজয় হাজরা, পৌরসভার কাউন্সিলর (১৯নং) বিশ্বনাথ পাণ্ডবের উদ্যোগে টুর্নামেন্ট আয়োজিত হলেও মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার তরফেও সাহায্য মিলতে পারে। বর্তমানে সিএবি-র জেলা প্রতিনিধি সুজয় হাজরা। সেই হিসাবে জেলার এই টুর্নামেন্টে বাড়তি মাত্রা পাচ্ছে।
মেদিনীপুর কাপ চতুর্থ বর্ষে পদার্পণের সাথে, শহরবাসীর টুর্নামেন্টকে কেন্দ্র করে তৈরি হয়েছে আবেগ। টুর্নামেন্টে সাংসদ জুন মালিয়া সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হবে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, চ্যাম্পিয়ন দলকে একটি ট্রফি ও ৪০ হাজার টাকায় পুরস্কৃত করা হবে। রানার্স দল পাবে একটি ট্রফি ও ৩০ হাজার টাকা। এছাড়াও, প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সহ একাধিক বিভাগে পুরস্কার দেওয়া হবে ক্রিকেটারদের।